জৈদুল সেখ, বহরমপুরঃ
মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত উদয়চাঁদপুর গ্রামের বাসিন্দা সাহেনসা সেখ (২৬) এলাকার বুধন মাস্তান হিসাবে পরিচিত ছিলো। আজ সকাল আট ঘটিকায় চেকপোস্ট মোড়ে ব্যবসায়ীরা তোলা দিতে অস্বীকার করায় বুধন ও ব্যবসায়ীদের মধ্যে তুমুল বচসা বাঁধে, অতিষ্ঠ জনতা জোট বেঁধে তাড়া করে এবং কিছু দূরে চারাতলা পাটের ক্ষেতে পিটিয়ে মেরে ফেলে এমনকি শিরচ্ছেদ করার অভিযোগও উঠেছে।
এলাকার বিক্ষুব্ধ জনতা জানাচ্ছে যে, দীর্ঘদিন ধরে উদয়চাঁদপুর এলাকায় মাস্তানি করে বেড়াতো বুধন,টাকা ছিনতাই করে নিয়ে যেতো।পুলিশ দুএকবার গ্রেফতার করলেও শাসকদলের আশ্রিত বলে ছাড়া পেয়ে যেতো।
উল্লেখ্য একবছর আগে লক্ষীনারায়ণপুর গ্রামের মুদি ব্যবসায়ী নান্টু কেবলমাত্র বাকিতে মাল না দেওয়ায় গুলি করেছিলো,
সেদিন উত্তেজিত জনতা তার উপরে চড়াও হলে প্রাণভিক্ষা চাওয়ার ফলে জনতা ছেড়ে দিয়েছিলো বলে লক্ষীনারায়ণপুরের গ্রামের বাসিন্দাদের দাবী।
যদিও বুধনের স্ত্রী জানাচ্ছেন ” আমার স্বামী কারো ক্ষতি করেনি বরং তাকে ভুল বুঝিয়ে কিছু বদমাশ লোক বিভিন্ন কাজ করিও নিতো এর জন্য তারাই দায়ী। আমার স্বামীর নির্দোষ। তাকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584