শ্যামল রায়,বর্ধমানঃ
আউসগ্রাম ১নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক অঞ্চল সভাপতির। মৃতের নাম উজ্জ্বল বন্দোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ন’টা নাগাদ আউসগ্রাম এ।
অভিযোগ যে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় তার দলবল নিয়ে একটি চায়ের দোকানে চা খাচ্ছিল।
অতর্কিত তৃণমূলের অপর গোষ্ঠীর একাধিক লোকজন এসে হামলা চালায় উজ্জ্বল ও তার দলবলের উপর। উজ্জ্বলের মাথায় লাঠি এবং রড দিয়ে চরমভাবে আঘাত করা হয় সেই সাথে আরো দুই একজনের মাথায় আঘাত করা হয় বলে জানা গিয়েছে। আহত হলে উজ্জ্বলকে দ্রুত প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল তারপরে কলকাতায় নিয়ে যাওয়া হয়। রাতেই কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনা ঘিরে আউসগ্রাম এলাকায় চাপা ক্ষোভ পুলিশ পিকেট বসেছে গ্রামে। মৃতের ভাই সজল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে স্থানীয় জয়দেব মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু তৃণমূলের লোকজনেরা দাদাকে পিটিয়ে খুন করল।
পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এলাকায় দলীয় গোষ্ঠী কোন্দল লেগে আছে এবং মিটাতে গুসকরা তে একটি আলোচনা সভা হয়েছিল তৃণমূলের নেতারা বলেছিল নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিতে কিন্তু মেটেনি।
তৃণমূলের ব্লক সভাপতি শেখ আলেক জানিয়েছেন যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়নি পুলিশকে বলেছি বিষয়টি তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584