পরকীয়ার জেরে গৃহবধূ খুন

0
542

শ্যামল রায়,কালনাঃ
এক গৃহবধূকে ধর্ষণ করে গলার নলি কেটে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুর শাশুড়ি দেওর ও ননদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম জামিলা খাতুন বয়স ২৭। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দশটা নাগাদ মন্তেশ্বর থানার পিপলন গ্রাম পঞ্চায়েতের ইচু গ্রামে।বধূকে খুন করার অভিযোগ দায়ের হয়েছে মন্তেশ্বর থানায়। অভিযোগকারী মেয়েটির বাবা জামির আলি সেখ।নাদন ঘাট থানার নয়াপাড়া গ্রামের বাসিন্দা জমির আলী শেখ মেয়েকে ধর্ষণ করে গলার নলি কেটে খুন করার অভিযোগ দায়ের করেছেন থানায়। স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ পত্র। নিজস্ব চিত্র

অভিযুক্তদের নাম হলো স্বামী মনিরুল শেখ,শশুর রবিউল সেখ, শাশুড়ি নুর জাহা বিবি,দেওয়ার আনারুল শেখ, ননদ মেরিনা বিবি।জানা গিয়েছে অভিযুক্তরা সকলেই পলাতক।অভিযোগকারী মেয়েটির বাবা জামির আলি সেখ জানিয়েছেন যে ৬ বছর আগে নাদন ঘাট থানার নওপাড়া গ্রামের বাসিন্দা মনিরুল শেখ এর সাথে বিয়ে হয় জামিলার। অভিযোগ যে বিয়ের পর থেকেই শশুর শাশুড়িরা মেয়ের উপর প্রচন্ড ভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করত।এই নিয়ে বহুবার শ্বশুরবাড়ির সাথে তাদের বাকবিতণ্ডা এবং আলোচনাও হয়েছে।অত্যাচারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল মেয়ের বারির তরফ থেকে।৩ মাস আগে ফের অশান্তি চরমে উঠে। জামাই মনিরুল শেখ শ্বশুরবাড়িতে গিয়ে অশান্তি অত্যাচার হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে স্ত্রী জামিলা কে বাড়িতে নিয়ে আসে। তারা ঠিকমতো সংসার করবে বলে প্রতিশ্রুতি দেয়।৩ মাস যেতে না যেতেই ফের এই ধরনের নৃশংস হত্যা কান্ড ঘটল।অভিযোগ যে রবিবার রাতে শোবার ঘরে মেয়ে ও ছেলের সামনেই জামিলা খাতুন কে ধর্ষণ করে গলার নলি কেটে খুন করা হয় এরকমটাই অভিযোগ বধুর বাবা জামির আলি শেখের।

মৃত গৃহবধূ জামিলা খাতুন। নিজস্ব চিত্র

সোমবার দেহ ময়নাতদন্ত হয়  হাসপাতালে। পুলিশ তদন্ত নেমে এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।তবে এলাকায় গুঞ্জন যে শাশুড়ির সঙ্গে অন্য পর পুরুষের ঘনিষ্ঠ সম্পর্ক জানাজানি হতেই বৌমার উপর আক্রোশ পরিবারের লোকজনদের।পুরো ঘটনাটা বধূ জামিলা খাতুন জানার কারনে মাঝে মধ্যেই বাড়িতে চরম অশান্তি এবং অত্যাচার। এই ধরনের অশান্তি এবং পারিবারিক সমস্যার কারণেই বধূকে খুন হতে হয়েছে বলে এলাকায় খবর।তবুও গোটা বিষয়টি মন্তেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।যদিও এলাকাবাসীর দাবি এই ধরনের নৃশংস হত্যাকান্ড যারা ঘটিয়েছে সেই সকল দোষীদের আইন অনুযায়ী কঠোর শাস্তি হোক।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক যাত্রী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here