শ্যামল রায়,নদীয়াঃ
নদীয়া জেলার তাহেরপুরে এক বৃদ্ধ খুনের অভিযোগ উঠেছে।স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বাদল মন্ডল বয়স ৭৫।ঘটনাটি ঘটেছে তাহেরপুরের খৃস্টান পাড়ায়।
অভিযুক্ত রকি বিশ্বাস পলাতক বলে জানা গিয়েছে।রবিবার বিকেলে নিখোঁজ হয়ে যান বাদল মন্ডল।আত্মীয় পরিজনরা রাত পর্যন্ত খুঁজেও
দেখা মেলেনি বাদল মন্ডলকে।তাহেরপুর থানায় নিখোঁজ ডায়েরি ও হয় বলে জানা গিয়েছে।পরে খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে যে স্থানীয় যুবক রকি বিশ্বাসের সাথে তার শেষ দেখা হয়েছিল।রকি বিশ্বাসকে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে পলাতক।তার বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচে পলিথিন জড়ানো বৃদ্ধের মৃতদেহ দেখতে পায় পুলিশ।মৃতদেহ লোপাট করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয় বাসিন্দা এবং পুলিশের।ওই বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বৃদ্ধের কাছে সোনার গহনা এবং টাকা থাকার কারণেই বৃদ্ধকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ধারণা।
গোটা বিষয়টি নিয়ে তাহেরপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে মৃতদেহটি সোমবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ শিকাগো ধর্মসভায় স্বামীজীর বক্তৃতার ১২৫ বর্ষপূর্তি আলোচনাসভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584