রাণাঘাটে বিদায়ী তৃণমূল পঞ্চায়েত সদস্য’র বাড়ি ঢুকে কুপিয়ে খুন

0
117

শ্যামল রায়,নদীয়াঃ
ভোট পর্ব  শেষ হতে না হতেই মঙ্গলবার বাড়িতেই নৃশংসভাবে খুন হলেন তৃণমূলের এক বিদায়ী পঞ্চায়েত সদস্য।
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে বাড়িতে ঢুকে তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত সদস্যকে নৃশংসভাবে খুন করার অভিযোগ। রানাঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃত ওই বিদায়ী পঞ্চায়েত সদস্যর নাম প্রণব বিশ্বাস। বাড়ি রানাঘাট থানার অন্তর্গত বরন বেরিয়া গ্রামে।
জানা গিয়েছে যে বিদায়ী পঞ্চায়েত সদস্য প্রণব বিশ্বাসের স্ত্রী এবছর তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছে। বাবু দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত সদস্য ছিলেন।
এদিন প্রণব বাবু বাড়িতেই ছিলেন। বেলা বারোটা নাগাদ আচমকা অতর্কিত কয়েকজন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে বাড়িতে ঢুকে পড়ে এবং এলোপাথারি বোমা মারতে শুরু করে এবং গুলি ছোড়ে। ঘরের ভিতর থেকে প্রণব বাবুকে টেনেহিঁচড়ে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বোমাবাজি গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন গ্রামবাসীদের দেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র এবং বোমার আঘাতে গুলিবিদ্ধ অবস্থায় প্রণব বাবুকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। এই ধরনের নৃশংসভাবে খুন এর পেছনে কী কারণ থাকতে পারে হতবাক অনেকেই। তবে অনেকেই মনে করছেন তৃণমূলের গোষ্ঠী কোন্দল জেরে এই ধরনের নৃশংস খুন হতে হল প্রণব বিশ্বাসকে।
রানাঘাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পুলিশ জানিয়েছে যে এই খুনের পিছনে কে বা কারা যুক্ত সমস্ত দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তৃণমূলের জেলা নেতারা জানিয়েছেন যে ভেসে-ভেসে আমাদের কর্মীদেরই খুন করছেন বিরোধীরা সিপিএম ও বিজেপির যৌথ আক্রমণে এই ধরনের ঘটনা ঘটলো বলে অভিযোগ। তবে সিপিআইএম ও বিজেপির তরফ থেকে এই ধরনের নৃশংস খুনের ঘটনায় তাদের কেউ যুক্ত নয় বলে জানিয়ে দেয়া হয়েছে তাদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করলে প্রকৃত অপরাধীরা ধরা পড়ে যাবে।

ফিচার ছবি সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here