শ্যামল রায়,নদীয়াঃসোমবার সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রে একটা চাপা উত্তেজনা লেগেই ছিল নদীয়ার সর্বত্র।
জেলার শান্তিপুর নাকাশিপাড়া কেন্দ্রে ব্যাপক বোমাবাজি বুথ দখলের খবর মিলেছে
নাকাশিপাড়া আয় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । বোমার আঘাতে মৃত্যু হয়েছে নাকাশি পাড়া থানার অন্তগত বিলকুমারী তে ভোলা দফাদার নামে এক তৃণমূল কর্মী । তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে সিপিএমের দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয়েছে ওই কর্মীর ।
অন্যদিকে শান্তিপুরে মৃত্যু হয়েছে সনজিত প্রামানিক নামে এক তৃণমূল কর্মীর। গুলিতে মৃত্যু হয়েছে ওই কর্মীর অভিযোগ উঠেছে সিপিএম ও বিজেপির দিকে।
অন্যদিকে নবদ্দীপ পঞ্চায়েত সমিতি এলাকায় শান্তিতে নির্বিঘ্নে ভোট হচ্ছে বলে জানা গিয়েছে। এদিন বিপ্রনগর প্রাথমিক বিদ্যালয় গাদিগাছা ভোটগ্রহণ কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেল।
নবদ্দীপ পঞ্চায়েত সমিতির প্রার্থী হরিদাস দেবনাথ সঞ্জয় ধর প্রমুখ তৃণমূলের ক্যাম্প ও ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট কর্মীদের সাথে কথা বললেন।
এছাড়াও নদীয়া জেলার হাসখালি বগুলা রানাঘাট কল্যানী করিমপুর তেহট্টে প্রভৃতি এলাকায় এবং দলের খবর মিলেছে।
বহু জায়গায় বিরোধীদের ভোটগ্রহণ কেন্দ্রের কাছে ঘেঁষতে দেয়া হয়নি বলেও অভিযোগ বিরোধীদের।
তবে শাসকদলের নেতাদের দাবি যে উন্নয়নের কাছে সন্ত্রাসের অভিযোগ মিথ্যে। নদীয়া জেলায় দুজন তৃণমূল কর্মী মৃত্যু হল তাহলে বুঝতে হবে সন্ত্রাস কারা তৈরি করছে। নবদ্দীপ থানার অন্তর্গত বাবলারি গ্রাম পঞ্চায়েতে ও শান্তিতে ভোট হতে দেখা গেল। তবে বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের সাথে বিজেপি লড়াই হবে দেখা গেল। নবদ্বীপের বাবলারি গ্রাম পঞ্চায়েত বামুনপুকুর মায়াপুর গ্রাম পঞ্চায়েত মহিশুরা গ্রাম পঞ্চায়েত প্রভৃতি এলাকায় ত্রিমুখী লড়াই হবে সে রকমটাই জানালেন ভোটাররা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584