ভাস্কর ঘোষ, মুর্শিদাবাদ : এক টুকরো চাষের জমিকে নিয়ে বিবাদের জেরে নিজের ভাইদের হাতেই খুন হলেন ছোট ভাই। তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে এবং পরে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রাজনগর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাহাবুদ্দিন মণ্ডল (৩৫)। হরিহরপাড়া থানার রাজনগর গ্রামে তার বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা সকলে পলাতক। তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। ওই ঘটনায় এক্রামূল শেখ (১৮) নামের তার এক ভাইপো জখম হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তিন ভাই আলতাপ মণ্ডল, মহাতাপ মণ্ডল ও রেজাউল মণ্ডল পলাতক। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে।
স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক টুকরো জমি নিয়ে দীর্ঘদিন ধরেই সাহাবুদ্দিন মন্ডলের সঙ্গে তাঁর তিন ভাইয়ের বিবাদ চলছিল। এদিন দুপুরে সেই জমিতে কাজ করছিলেন সাহাবুদ্দিন মন্ডল ও তাঁর ভাইপো এক্রামুল শেখ । সেই সময় অন্য তিন ভাই ও তাদের কয়েকজন আত্মীয় মিলে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাহাবুদ্দিনের উপর চড়াও হয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে । বাধা দিতে গিয়ে মারাত্মকভাবে জখম হন ভাইপো এক্রামূল। পরে সাহাবুদ্দিনকে খুব কাছে থেকে গুলি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় সাহাবুদ্দিন মন্ডলের। স্থানীয়রা এক্রামুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করে । তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের চিকিৎসকেরা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।
মৃতের স্ত্রী মমিনা বিবি আলতাব মন্ডল, মহাতাব মন্ডল, রেজাউল মন্ডল এই তিন ভাই সহ স্বাধীন শেখ ও মসলিম শেখ নামের পাঁচজনের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন।
হরিহরপাড়া থানার ওসি কার্তিক মাঝি বলেন, মৃতের স্ত্রী মমিনা বিবি পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় অভিযুক্তরা সকলেই পলাতক। তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584