কাগজের নৌকায় নতুন বছরের শুভেচ্ছা বার্তা ভাসলো পদ্মার জলে, গন্তব্য পড়শী দেশ

0
57

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রাত পেরোলেই নতুন বছর, আর নতুন বছরের শুভেচ্ছা জানাতে অনেকে অনেক রকম জিনিস ব্যবহার করে। বিভিন্ন গিফট থেকে শুরু করে গ্রিটিংস কার্ড অনেকেরই প্রথম পছন্দের তালিকায় থাকে। সেরম পড়শী দেশের মানুষদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠাল মুর্শিদাবাদের খুদেরা। মুর্শিদাবাদ জেলার গঙ্গা-পদ্মার তীরবর্তী এলাকা, পদ্মা নদীর ওপারে বাংলাদেশ আর এই পারে মুর্শিদাবাদ। নতুন বছরের শুভেচ্ছা জানাতে এক অভিনব নতুন পন্থা বের করেছে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা ভগবানগোলা ব্লক ২ -এর একদল কচিকাঁচা। কাগজের নৌকায় নতুন বছরের শুভেচ্ছা বার্তা ভাসিয়ে দেওয়া হচ্ছে পদ্মা নদীর জলে, উদ্দেশ্য বাংলাদেশ।

Children
কাগজের নৌকা বানাতে ব্যস্ত খুদেরা। নিজস্ব চিত্র

পদ্মা নদীর প্রবল জল রাশি পেরিয়ে যদি পৌঁছে যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের লোকেরা পাবে ভারতের নতুন বছরের শুভেচ্ছা বার্তা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই অভিনব পদ্ধতি তৈরি করেছে মুর্শিদাবাদে ভগবানগোলার ব্লক ২ এর পদ্মার তীরবর্তী এলাকার শিশুরা। আদৌ সেই কাগজের নৌকা পদ্মা নদীর প্রবল জলরাশি পেরিয়ে বাংলাদেশে পৌঁছাবে কিনা জানা নেই। তবে দুই দেশের মধ্যে যে আন্তরিকতার কোন কমতি নেই তা একেবারেই স্পষ্ট।

Children
নৌকা ভাসিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রিয়জনদের উদ্দেশ্যে। নিজস্ব চিত্র

আর এই সীমান্তবর্তী এলাকার শিশু-যুবকেরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মানুষদের প্রতি কিরকম আন্তরিকতা রাখে তাই স্পষ্ট তাদের এই উদ্যোগে।

আরও পড়ুনঃ শহরকে যানজট মুক্ত রাখার উদ্দেশ্যে কান্দি পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা

একেবারে নিজের হাতে কাগজে লেখে নৌকা তৈরি করে ভাসিয়ে দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশের বন্ধুদের উদ্দেশ্যে। এই কাগজের নৌকো যদি বাংলাদেশের বন্ধুরা দেখতে পায় তাহলে যে খুশি হবে সেইটাই আনন্দ এই সীমান্তবর্তী এলাকার শিশু ও যুবকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here