মুর্শিদাবাদে কাজ হারিয়ে দিশেহারা কোভিড যোদ্ধারা, আবেদন পুনরায় কাজে যোগদান করানোর

0
51

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

আজ বহরমপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের সামনে কোভিড যোদ্ধারা উপস্থিত হয় তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তারা জানান, মুর্শিদাবাদে করোনা মহামারির প্রথম থেকেই কোভিড যোদ্ধা হিসেবে কাজ করে আসছেন তারা। এমন ৩২ জন কোভিডযোদ্ধা আছেন, তারা কাজ হারিয়েছেন।

covid fighters
কোভিড যোদ্ধারা। নিজস্ব চিত্র

তাদের অভিযোগ, ৩১ শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত তাদের কাজ করার মেয়াদ থাকলেও কাজ দেওয়া হচ্ছে না ফলে কাজ হারিয়ে তারা অনিশ্চয়তায় ভুগছেন। তাদের দাবি, অন্যান্য জেলাগুলিতে কোভিড যোদ্ধারা কাজ করছেন কিন্তু মুর্শিদাবাদে কোভিড যোদ্ধাদের কাজে নেওয়া হল না। সেই কারণেই তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তাদের আবেদন জানান, যাতে তাদের পুনরায় কাজে যোগদান করানো যায়।

আরও পড়ুনঃ কাবিলপুর হাইস্কুলে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের বস্ত্র বিতরণ ও সংবর্ধনা সভা

তাদের আরও অভিযোগ, কাজ করা সত্ত্বেও অনেকেই এখনো বেতন পাননি। ঘর সংসার ছেড়ে তারা করোনা রোগীকে সুস্থ করতে কাজে নেমে ছিলেন কিন্তু তাদেরই এখন কাজ নেই ফলে কষ্টের মধ্যেই সংসার চালাতে হচ্ছে বলে জানিয়েছেন কোভিড যোদ্ধারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here