নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দেশে বিভিন্ন রাজ্য থেকে লকডাউনের কারণে কর্মহীন হয়ে জেলায় ফিরেছে বহু পরিযায়ী শ্রমিক। এবার সেই সব পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল মুর্শিদাবাদ জেলা পরিষদ।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল সাংবাদিক বৈঠকে জানান, ‘যেসব পরিযায়ী শ্রমিক কর্মহীন অবস্থায় জেলায় ফিরেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ও মন্ত্রী শুভেন্দু অধিকারী কথা মতো ১০০ দিনের কাজ তাদের দেওয়া হবে।
প্রতিটি ব্লকে বিডিওদের ও পঞ্চায়েত প্রধানকে পরিযায়ী শ্রমিকদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১০ হাজার পরিযায়ী শ্রমিককে কাজ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলায় প্রায় সাড়ে তিন লক্ষ পরিযায়ী শ্রমিক আছে।
পঞ্চায়েত প্রধানকে তাদের নাম রেজিস্ট্রেশন করাতে বলা হয়েছে। তাহলে বোঝা যাবে কতজন শ্রমিক বাইরে থেকে এসেছেন। এছাড়াও ১০০ দিনের কাজের মাধ্যমে ২৯ লক্ষ শ্রমদিবস তৈরি হয়েছে, যেখানে প্রায় ১.৫ লক্ষ পরিবার ১০০ দিনের কাজের আওতায় আসবে।
আরও পড়ুনঃ মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলোকে পরিষেবা দ্রুত স্বাভাবিকের নির্দেশ ক্রেতা-সুরক্ষা মন্ত্রীর
ভবিষ্যতে লক্ষমাত্রা ধরা হয়েছে ২.৫ কোটি। যে কাজগুলোর ওপর সবচেয়ে জোর দেওয়া হয়েছে, সেগুলি হল জেলার মধ্যে ৫০০ কিলোমিটার গাছ লাগানো, ব্যাক্তি উদ্যান, স্যার গাধা তৈরি, মাঠ পুকুর তৈরি, বৃষ্টির জল ধরে রাখা ,পুষ্টি বাগান ,হাঁস মুরগি পালন। এই সমস্ত গুলি কাজ পরিযায়ী শ্রমিকদের দিয়ে করানো হবে।
আমপান ঝরে প্রায় ৪ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইতিমধ্যে প্রতিটি পরিবারকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে। আবাস যোজনায় এক লক্ষ দশ হাজার ঘর তৈরি হবে।
সেগুলোতে পরিযায়ী শ্রমিকরা কাজ পাবে। যারা এই কাজগুলি করবে সেইসব পরিযায়ী শ্রমিকরা যদি বাইরে কাজে চলে যায় তাহলে তাদের পরিবারের একজন সেই কাজ করতে পারবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584