মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলে আয়োজিত হল বার্ষিক ক্যারাটে পরীক্ষা ও সেলফ ডিফেন্স প্রোগ্রাম

0
47

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

শরীরকে সুস্থ সবল রাখতে ও আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। দেশের বিভিন্ন জায়গায় ধর্ষনের শিকার হতে মেয়েদের, এই কারণেই বর্তমানে অনেক জায়গাতেই মেয়েদের আত্মরক্ষার্থে বিভিন্ন সরকারি স্কুলেও মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শরীরকে সুস্থ সবল ও মেয়েদের আত্মরক্ষার কথা মাথায় রেখে ডোমকলে প্রতিষ্ঠা করা হয় মুর্শিদাবাদ ক্যারাটে স্কুল। প্রতিবছরের ন্যায় এই বছরেও মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলে আয়োজিত হলো বার্ষিক ক্যারাটে পরীক্ষা ও সেলফ ডিফেন্স প্রোগ্রাম।

Self defence
ক্যারাটে প্রশিক্ষণ। নিজস্ব চিত্র

রবিবার ডোমকল ব্রিজ মোড়ের কাছে স্কুল ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এইদিন ১২০ জন ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষা শেষে সফল সকল পরীক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও বেল্ট তুলে দেওয়া হয় এদিন।

Murshidabad Karate school

এই দিনের ক্যারাটে পরীক্ষায় উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত ইন্টারন্যাশনাল সতকান ক্যারাটে ফেডারেশন বেঙ্গল এর চিফ ইন্সট্রাক্টর ও সাধারণ সম্পাদক এসকে লালু , মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, ইন্টারন্যাশনাল সতকান ক্যারাটে ফেডারেশন মুর্শিদাবাদের চিফ ইন্সট্রাক্টর সেঞ্চি আলমগীর খান প্রমুখ। এইদিনের অনুষ্ঠানে বর্তমান সময়ে ক্যারাটে প্রশিক্ষনের গুরুত্ব তুলে ধরা হয় । নিজেকে আত্মরক্ষা করার জন্য বিভিন্ন কৌশল প্রদর্শিত হয়।

সম্বর্ধনা। নিজস্ব চিত্র
সম্বর্ধনা। নিজস্ব চিত্র

কলকাতায় রাজ্য পর্যায়ে ক্যারাটে টুর্নামেন্টে অংশগ্রহণকারী মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলের সকল জয়ী প্রতিযোগীদের সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলের ৩ জনকে স্টুডেন্টকে “স্টুডেন্ট অফ দ্যা অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয় ও তাদের সংবর্ধিত করা হয়।

আরও পড়ুনঃ ভারতে করোনা টিকার বুস্টার ডোজ নিতে অনাগ্রহী ৪২ শতাংশ মানুষ, তথ্য প্রকাশিত সংবাদমাধ্যমে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here