আবহাওয়ার খামখেয়ালিতে মুর্শিদাবাদের আম চাষীদের কপালে ভাঁজ

0
218

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

murshidabad mango farmers tension for weather freak
নিজস্ব চিত্র

বসন্তে হঠাৎ অকাল শিলাবৃষ্টি ভাঁজ ফেলল আমচাষীদের কপালে।স্বাদে গন্ধে বিখ্যাত মুর্শিদাবাদের আম শিলার বৃষ্টি দাপটে মুকুলেই ক্ষতিগ্রস্ত।এ জেলায় আমের চাষ বহু বছরের,তবে নবাবী আমল থেকে সংযোগ হয়েছে বহু প্রজাতির আমের চাষ। মুর্শিদাবাদ খ্যাত আমগুলির মধ্যে রয়েছে কোহিতুর, হিমসাগর(সাদুল্লা),বোম্বাই, রানী, গোলাপখাস, সিঁদুরে, ল্যাঙরা, চম্পা, গোপালভোগ এইরকম ভিন্ন প্রজাতির আম এই মুর্শিদাবাদ জেলাতে নবাবী আমল থেকে চাষ হচ্ছে।

murshidabad mango farmers tension for weather freak
নিজস্ব চিত্র

নবাব নিজে অত্যন্ত আম প্রিয় ছিলেন আর তাই আমরা মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে ঢোকামাত্রই দেখতে পায় দু’ধারে কেবল আম বাগান এবং সেখানে প্রতিবছর লক্ষাধিক টাকার আম উৎপন্ন হয়।সেগুলো কেবলমাত্র জেলা নয় জেলার বাইরে এমনকি ভারতের অন্যান্য প্রান্তে এবং বিদেশেও পাড়ি দেয়।শীতের শেষ আর বসন্তের শুরুতে গাছ ভরে ওঠে আমের মুকুলে।

আরও পড়ুন: ন্যায্যমূল্যের দাবীতে জাতীয় সড়কে আলু ফেলে অবরোধ চাষীদের

murshidabad mango farmers tension for weather freak
নিজস্ব চিত্র

কিন্তু হঠাৎই এই অকাল শিলাবৃষ্টি ও সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে বহু মুকুল ঝড়ে পড়েছে এবং এই ভাবে যদি আগামী দিন চলতে থাকে তাহলে যথেষ্ট ক্ষতি হবে আম চাষে এমনটি মনে করছেন আম চাষীরা।তাই দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে রয়েছে মনে।তারা জানাচ্ছেন, আম ব্যবসার ক্ষেত্রে অস্বস্থির একটা পরিবেশ তৈরি করেছে।

murshidabad mango farmers tension for weather freak
নিজস্ব চিত্র

আমচাষীদের কথা অনুযায়ী বৃষ্টিতে আমের মুকুল ঝরে যাচ্ছে,একই সঙ্গে ঝলমলে আবহাওয়া না থাকলে মুকুলে পরাগ সংযোগ হবেনা। আবহাওয়া দপ্তর অনেকদিন আগে থেকেই জানিয়েছিল বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে। আবহাওয়ার খামখেয়ালীতে সঠিক সময়ে মুকুল আসেনি আম গাছগুলোতে।যে সব গাছগুলিতে মুকুল লক্ষ্য করা যাচ্ছে যদি এই রকম ঝড় বৃষ্টি হতে থাকে তাহলে অনেকটাই ক্ষতির মুখে পড়বেন আম চাষীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here