নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত বহরমপুর শহরের মাতৃ সদন বিভাগটিকে বর্তমানে কোয়ারেন্টাইন কেন্দ্র করা হয়েছে। শনিবার সেই স্থান পরিদর্শনে এলেন জেলার প্রশাসনিক কর্তারা। এদিন মুর্শিদাবাদ জেলায় এই প্রথমবার সংক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনা চোখে পড়ার পর যথেষ্ট সরব হয়েছেন জেলা প্রশাসন।
এর পাশাপাশি এদিন প্রশাসনিক কর্তাদের সাথে উপস্থিত ছিলেন জেলাশাসক জাগদীশ প্রসাদ মিনা, ডিআইজি মুর্শিদাবাদ নদিয়া রেঞ্জের মুকেশ কুমার, জেলা পুলিশ সুপার কে. সাবরি রাজকুমার। এছাড়াও সাথে রয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মঞ্জু বিশ্বাস সহ মেডিক্যাল টিমের একাংশ।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় ত্রান তহবিলে অনুদান জেলা পরিষদের অধ্যক্ষ – ক্লাব সংগঠনের
যদিও মুর্শিদাবাদ জেলার সালারের এক বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ার কারণে যথেষ্ট তৎপর হয়ে উঠেছেন জেলার স্বাস্থ্য অধিকর্তা সহ প্রশাসনিক কর্তারা। তাই বারংবার কোয়ারেন্টাইন কেন্দ্র পরিদর্শন করে যাচ্ছেন তাঁরা। ঘটনা সূত্রে শনিবার সকালে ফের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে এসে জানালেন, চিকিৎসার স্বার্থে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584