নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনা মোকাবেলায় লকডাউন ঘোষণা হওয়ার পর, বেশ কিছু জায়গায় দুঃস্থ অসহায় মানুষরা সমস্যায় পড়েছেন। তাই এই লকডাউনের জেরে দিন আনা দিন খাওয়া মানুষদের রোজগার তো একেবারেই বন্ধ। যার ফলে অনেককেই সংসার চালাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে।

অপরদিকে রোজগার না থাকার কারনে খাদ্য সামগ্রী কেনাও সম্ভব হচ্ছে না তাঁদের। তাই তাঁদের কথা ভেবেই বৃহস্পতিবার এক কর্মসূচির আয়োজন করে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সদস্যরা। জানা যায় এদিন সকালে বহরমপুর জমিদারি এলাকায় বিনা পয়সার বাজার বসানো হয়। শুধু তাই নয়, এই বিনামূল্যের বাজারে সমস্ত সামগ্রী একাধিকবার কোন টাকা ছাড়াই ক্রেতারা ক্রয় করেন।
আরও পড়ুনঃ ইসলামপুরে পুলিশদের জন্য তৈরি হলো আলাদা সুসজ্জিত কোয়ারেন্টাইন সেন্টার

এর পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে জেলা তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা সাংসদ আবু তাহের খান। এদিন তিনি নিজের হাতে সেখানে মানুষজনকে খাদ্য সামগ্রী বিলি করেন। দলীয় কর্মী সমর্থকদের এই উদ্যোগে যথেষ্টই খুশি স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584