নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে নির্দেশিকা জারি করেছে যে, তৃণমূল পরিচালিত বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদে যে পঞ্চায়েত গুলি আছে সেগুলি নিজেদের দলের বিরুদ্ধে কোন অনাস্থা আনতে পারবেন না। আজ বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন তৃণমূলের জেলা সভাপতি সাওনি সিংহ রায়।
তিনি আরো বলেন বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা যেভাবে নিজেদের দলের বিরুদ্ধে অনাস্থা আনছেন তা কখনো মেনে নেওয়া যাবে না। সেই কারণে একটি দল গঠন করা হয়েছে যেখানে দেবাশীষ বৈশ্য, শাহনাজ বেগম, দেবাশীষ রায় আছেন। এনারা মূলত যেসব পঞ্চায়েতের অভিযোগ থাকবে তাদের জমা দিতে হবে। যদি কেউ দলের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করে দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুনঃ বন্যায় প্রায় প্লাবিত জলঙ্গীর ঘোষপাড়া অঞ্চলের চর এলাকা, দুর্ভোগের শিকার কয়েকশো পরিবার
তিনি এও বলেন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে তৃণমূল দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে। তাই দলের কর্মী ও নেতৃত্বের কাছে তিনি আবেদন জানান আলোচনা করে সমস্যার সমাধান করতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584