নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
৭৪ তম স্বাধীনতা দিবসে ভারতের মুক্তি যোদ্ধাদের শ্রদ্ধা জানায় ‘কৃষ্টি ক্রিয়েশন’। শ্রদ্ধাজ্ঞাপনের ঢং’টা একেবারে আলাদা। দুটি সিঙ্গলস অ্যালবাম নিয়ে এল ‘কৃষ্টি ক্রিয়েশন’। দুটি অ্যালবামেই গান গেয়েছেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে ‘ক্যালকাটা কয়্যার’ এবং ‘অভিযান’।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দেমাতর’ম গানটির প্রাক্তন সংস্করণ কিংবদন্তি বিশিষ্ট ধ্রুপদী সংগীত প্রকাশক এবং গুরু পণ্ডিত ওমকারনাথ ঠাকুরের সৃষ্টি সম্বলিত। দ্বিতীয়টি বিশিষ্ট সংগীত শিল্পী, সুরকার কল্যাণ সেন বরাটের সুর সম্বলিত। গানটিকে তিনি পশ্চিমা ধ্রুপদী এবং ভারতীয় উভয় ধ্রুপদী রাগের মিশ্রণে তৈরি করেছেন।
কল্যাণ সেন বরাট জানান- “বন্দেমাতরম- এর লিরিক পুরনো তবে আমি সংগীতটি সম্পূর্ণ ট্রেন্ডি আকারে রচনা করেছি। এটি পশ্চিমা ধ্রুপদী এবং ভারতীয় ধ্রুপদী রাগের মিশ্রণ। কোভিড -১৯ এর কারণে মানসিক, স্বাস্থ্য সম্পর্কিত বা আর্থিক সংকট নির্বিশেষে আমরা সকলেই একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।
আমাদের জাতির পক্ষে, আমাদের জাতির মানুষের পক্ষে দেশপ্রেমের প্রমাণ দেওয়ার উপযুক্ত সময় এটি। কৃষ্টি ক্রিয়েশনের সঙ্গে আমার শেষ দুটি কাজ হ’ল জয়তীর কণ্ঠে ‘বিনি সুতোয় বোনা’ এবং এ বছর কাজী নজরুল ইসলামের স্মরণে ‘তোমাকে ভুলিনি’।
শিল্পী অগ্নিভ জানান- ‘আমি বন্দেমাতরম’-এর দুটি ভিন্ন সংস্করণ গেয়েছি। তবে দুটি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। পূর্বেরটির অপরিসীম ঐতিহাসিক মূল্য রয়েছে। এটি গুরু পণ্ডিত ওমকারনাথ ঠাকুর দ্বারা সুরারোপিত। তিনি মুম্বই রেডিও স্টেশনে ভারতের স্বাধীনতা দিবসে গানটি গেয়েছিলেন।
আরও পড়ুনঃ তিনটি বাংলা ছবি পাড়ি দেবে লন্ডনে
ধ্যানমূলক সংস্করণটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয়। তাই আমি এই সংস্করণটি বেছে নিয়েছি। পরেরটি কল্যাণ দা সুন্দরভাবে প্রজেক্ট করেছেন। ভিডিও আলাদা মাত্রা বহন করে। গানটিতে ভারতীয় সংগীত এবং পাশ্চাত্য সংগীতের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। কৃষ্টি ক্রিয়েশনের সাথে আমার শেষ কাজটি ছিল, ‘হে রাম হে কৃষ্ণ’।”
কৃষ্টি ক্রিয়েশন-এর কর্ণধার শ্বেতা গুপ্ত বলেন- “এই প্রথম আমি অগ্নিভ ও কল্যাণ দা-র সঙ্গে একসঙ্গে কাজ করেছি। তাঁদের সঙ্গে কাজ করা সামগ্রিক সুন্দর অভিজ্ঞতা ছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে শুটিং ও রেকর্ডিং শেষ করা আমাদের পক্ষে বিশাল চ্যালেঞ্জ ছিল। আমরা আশা করি শ্রোতারাও এই গানটি পছন্দ করবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584