নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ
২২ শে শ্রাবণে কবিগুরুর প্রয়াণ দিবসে আশা অডিওর অনন্য নিবেদন ‘তুমি তো সেই যাবেই চলে’। গানটি গেয়েছেন শিল্পী জয়তী চক্রবর্তী। আয়োজন এবং প্রোগ্রামিং-এ প্রত্যুষ ব্যানার্জি। গানটিতে তিনিই বাজিয়েছেন সরোদ। আশা অডিওর ইউটিউব চ্যানেলে হানা দিলেই হদিশ পাবেন ‘তুমি তো সেই যাবেই চলে’ রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামটির।
প্রসঙ্গত, জয়তী চক্রবর্তী এবং প্রত্যুষ ব্যানার্জি জুটি বরাবরই তাক লাগানো কিছু নিয়ে হাজির হন। গত বছর আশা অডিও থেকে প্রকাশিত ‘রাই জাগো’ ও ‘বনমালী’ একক লোকগানের অ্যালবামে একসঙ্গে কাজ করেন ওঁরা দুজনে। এ ছাড়া ‘রাগের আলোয় রবি’ ও ‘এবং জয়তী’-র জন্যও জুটি বেঁধেছিলেন দুজনে। দুটি মিলিয়ে রয়েছে ১৪ টি রবীন্দ্র সঙ্গীত।
আরও পড়ুনঃ আমেরিকায় পাড়ি দিল সত্যজিতের ‘টু আসেমড’
“প্রথম থেকেই আশা অডিও প্রতি ২২ শে শ্রাবণ দিনটি ঠাকুরকে উৎসর্গ করার চেষ্টা করে। আমরা ইতিমধ্যে জয়তী দি’র সঙ্গে চারটিরও বেশি গানের রেকর্ড করেছি। আমরা এই দুজনের সঙ্গে এর আগেও কাজ করেছি। আমরা বিশ্বাস করি যে ‘তুমি তো সেই যাবেই চলে’ আরেকটি মাইলফলক স্পর্শ করবে।” জানান আশা অডিও সংস্থার তরফে অপেক্ষা লাহিড়ী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584