মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সমগ্র পৃথিবী জুড়ে এখন একটাই খবর, করোনা। তাই দিনের শুরুটা করোনা দিয়ে হলেও দিনের শেষটা যদি গান দিয়ে হয় তাহলে মন্দ হয় কি? হ্যাঁ দর্শকের কথা ভেবেই এরকম একটা উদ্যোগ নিয়েছে ‘কৌশিক ইভেন্টস’। এই মুহূর্তে করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই এবার ‘কৌশিক ইভেন্টস’ সোশ্যাল মিডিয়ার পর্দায় নিয়ে এসেছে সুন্দর একটি গানের অনুষ্ঠান।
যেখানে প্রতিদিন সঙ্গীত শিল্পীরা জনপ্রিয় গানের সম্ভার নিয়ে হাজির হচ্ছেন ফেসবুক লাইভে। বর্তমান পরিস্থিতিতে এভাবেই সঙ্গীতের মাধ্যমে লড়াই চলবে করোনার সঙ্গে। সঙ্গীত এক শান্ত, সুস্থ পরিবেশের সৃষ্টি করে যা মানসিকভাবে এই পরিস্থিতিতে লড়াই করার শক্তি যোগাবে বলে মনে করছেন সঙ্গীত শিল্পীরা।
ইতিমধ্যেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বহু সঙ্গীত শিল্পী। তাঁদের মধ্যে নবীন শিল্পীদের সংখ্যাটাই বেশি। গোটা দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার সময় থেকেই এই লাইভ কনসার্টের উত্থান। কৌশিক ইভেন্টস নিবেদিত এই লাইভ গানের কনসার্টে কারা অংশগ্রহণ করেছেন? দেখে নিন এক ঝলকে।
আরও পড়ুনঃ জলসায় ফ্যামিলি আড্ডা
এই লাইভ কনসার্টে অংশগ্রহণ করেছেন, সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, সিধু, পটা, সঞ্জীব দেব, সিসপিয়া বন্দ্যোপাধ্যায়, পাঞ্চজন্য দে, দেবায়ন মজুমদার, শাঁওলি সেন, অপ্পু, গার্গী ঘোষ, পর্ণাভ বন্দ্যোপাধ্যায়, রূপম, সুদীতা পাল রায়, সুতপা সরকার, শিমলী বসু, অর্পিতা চক্রবর্তী, মনস্বিতা ঠাকুর, সুমিতা দেব, স্নেহা ভট্টাচার্য, সারন্যা পাল, দোলন মৈনাক ও অরফিন রানা,রণজয় ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেব চৌধুরী, ইন্দ্রজিৎ দে ইন্দ্র, সায়ক বন্দ্যোপাধ্যায়।
যতদিন লকডাউন চলবে, এই গানের অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন দর্শকরা। কৌশিক ইভেন্টসের কর্ণধার কৌশিকের কথায়, “মানুষকে গান নিয়ে বাঁচতে শেখানো এবং এই অদ্ভুত পরিস্থিতিতে গানের মাধ্যমে মানুষের মনে শক্তি সঞ্চয় করা হবে এই অনুষ্ঠানের উদ্দেশ্য।” ২১ জুন, বিশ্ব সঙ্গীত দিবসে এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। আপনি কি এত সুন্দর অনুষ্ঠানটা মিস করে গেছেন? তাহলে আর দেরি না করে একবার ঘুরে আসুন কৌশিক ইভেন্টসের প্ল্যাটফর্মে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584