তৃণাকে চায় না নীল, বলল শানের ‘চাইনা’

0
136

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রিয়েল লাইফ জুটি নীল-তৃণাকে সঙ্গে নিয়ে লঞ্চ করল শানের কণ্ঠে নতুন গান ‘চাইনা’। গান লিখেছেন রাজীব চক্রবর্তী। সুর দিয়েছেন শান স্বয়ং।

Shoot | newsfront.co

এই সময়ে দাঁড়িয়ে আমরা সকলেই আজ সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি ব্যস্ত। ফলে বন্ধুবান্ধবদের সঙ্গে কথাবার্তা, আত্মীয়দের সঙ্গে যোগাযোগ সবকিছু থেকে অনেকটা দূরে সরে গেছি। সম্পর্কও ভাঙছে তাতে। ভাঙছে প্রেম। আসলে অন্যের সঙ্গে কথা বলার থেকেও আমরা বেশি ব্যস্ত ইনস্টা কিংবা ফেসবুকে আপডেট দিতে। তাতেই ঘটছে আরও বিপত্তি।

China team | newsfront.co
ফ্রেমবন্দি ‘চাইনা’র কারিগররা

আর ঠিক সেটাই ঘটছে নীল আর তৃণার মধ্যে। শানের নতুন মিউজিক ভিডিও ‘চাইনা’তে নীল আর তৃণার মধ্যে হোয়াটস অ্যাপে কথোপকথন, ইনস্টাগ্রামে তৃণার প্রতি অন্যদের অনুরাগের ঝলক দেখবেন মানুষ। সেখানে নীল আর তৃণার মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে।

artist | newsfront.co
শান, নীল, তৃণা

‘চাইনা’ গানটিও দারুণ মজার। ‘চাইনা’ শানের প্রথম বাংলা মিউজিক ভিডিও। লকডাউনে আমরা যেমন করোনাকে কেন্দ্রে রেখে চায়নাকে বয়কট করেছি তেমনি নীলও আর তৃণার মতো প্রেমিকাকে চাইছে না। শেষে দেখা যায় ‘গেম ওভার’।

Shaan | newsfront.co
শান

ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হাজির ছিলেন শান, রাজীব চক্রবর্তী, নীল ভট্টাচার্য, তৃণা সাহা। প্রত্যেকেই নিজেদের বাড়িতে থেকে কাজটি করেছেন৷ ‘চাইনা’ তে অভিনয় করার জন্য তৃণা এবং নীলের কাছে ফোন যায় শানের তরফেই। দুজনেই উচ্ছ্বসিত এহেন তারকার সঙ্গে কাজ করতে পেরে।

Shaan's look | newsfront.co
‘চাইনা’তে শানের একটি লুক

অফার পাওয়ার দিনকয়েক পরেই কোভিড পজিটিভ হন নীল। ভেবে উঠতে পারছিলেন না কী করবেন। ওই যে কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। সেটাই হল এক্ষেত্রে। নীল সুস্থ হলেন, অভিনয় করলেন ‘চাইনা’ তে। দূর থেকে অভিনয় করলেন তাঁর প্রেমিকা তৃণা। অভিনয় সম্পন্ন হল মোবাইল ফোনের মাধ্যমে। তৃণাকে ভিডিওতে সহায়তা করলেন সৌম্যজিত আদক।

আরও পড়ুনঃ স্বপ্নীলের নতুন স্বপ্নের নাম ‘বিনোদিনী গো’

শান গাইলেন নিজের স্টুডিওতে। এভাবেই এগোল কর্মযজ্ঞ। আজ দর্শক দরবারে হাজির ‘চাইনা’।
মোদ্দাকথায় সোশ্যাল মিডিয়ায় অতিব্যস্ত থাকা প্রেমিকাকে যেমন আর চায় না প্রেমিক, তেমনি দুষ্টু চায়না মানে চীনকেও আর চাই না আমরা।

বলতে দ্বিধা নেই, এই মনখারাপের দুনিয়ায় রাজীবের কথায় শানের কণ্ঠে ‘চাইনা’ মন ভাল করার জন্য বেশ ঝাঁঝালো মশলা হাজির করল। ‘চাইনা’র ভাবনা এবং প্রযোজনায় মুম্বইয়ের ‘সুপারি স্টুডিওজ’। কাহিনি ও পরিচালনায় ভবেশ পুরোহিত।সম্পাদনায় ইমরান আফতাব। গ্রাফিক ডিজাইনে রাহুল ঝাঁ এবং অনিশা পানিকার।

শানের কথায়, “রাজীব দারুণ লেখক। যেকোনও লেখা লিখতে পারে। আমি বলেছিলাম ‘চাইনা’র মতো একটা হালকা এবং মজাদার ইমেজের লেখা করে দেখাও। আর সেটা হবে আজকের সময়ে দাঁড়িয়ে। সেটাও করে ফেলল রাজীব। আমি অবাক হয়ে গেছি গানের কথাগুলোতে।”

তৃণা চাইছেন ‘চাইনা টু’ হোক। নীলও তাই। দুজনেই নিজেদের ভাল লাগার কথা শেয়ার করলেন ভার্চুয়াল প্রেস কনফারেন্সে। রাজীবও খুশি এমন এক মজাদার গানের কথা লিখতে পেরে। ভিডিওতে শানের উপস্থিতি নজর কাড়ে। গানটি রিলিজ করেছে ‘সিঙ্গার শান’-এর ইউটিউব প্ল্যাটফর্মে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here