শ্রোতাদের জন্য এসডিপি ভেঞ্চারের নতুন উপহার ‘চিরসখা হে’

0
96

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

গতকালই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী পালন করলো গোটা রাজ্য। রাজ্য বললে হয়ত ভুল হবে। শুক্রবার গোটা বিশ্বই মনে প্রাণে স্মরণ করেছে রবীন্দ্রনাথকে। কিন্তু একটা কঠিন অসুখে ভুগছে পৃথিবী। করোনায় কাবু সমগ্র বিশ্ব। তাই আর পাঁচটা বছরের থেকে একেবারে অন্যরকমভাবে এবছর রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন সকলে।

video song | newsfront.co

করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া এখন নিষিদ্ধ। তবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কেউ রাস্তায় বেরিয়ে রবীন্দ্র জয়ন্তী না পালন করলেও ঘরেতেই একলা যে যার মতো করে কবিকে প্রণাম জানিয়েছেন।

এসডিপি ভেঞ্চার অবশ্য লকডাউনের আগেই কবিগুরুর জন্মদিনে সঙ্গীত শিল্পী পায়েল কর-এর কণ্ঠে গাওয়া কবির একটি গান শ্রোতাদের উপহার দেবেন বলে মনস্থির করেছিল।

আরও পড়ুনঃ ঋষি তারার ফের আগমন

যেমন ভাবা তেমনি কাজ। ২৫ বৈশাখের দিনই এসডিপি ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে মুক্তি পেল মিউজিক ভিডিও ‘চিরসখা হে’। সঙ্গীত শিল্পী পায়েল কর-এর কণ্ঠে এই নতুন গান শুনে মন ভরে গেছে সকল শ্রোতার।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতেই এসডিপি ভেঞ্চারের এই ছোট্ট প্রয়াস। গানটির প্রযোজনার দায়িত্বে ছিলেন শুভাশিস দত্ত। মিউজিক ভিডিওটির পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শুভম দত্ত। শিল্পী পায়েল করের মধুর কণ্ঠে ‘চিরসখা হে’ গানটি সকল শ্রোতাকে মোহিত করেছে। কবিপক্ষে এসডিপি ভেঞ্চারের এহেন উপহার পেয়ে খুশি সকল শ্রোতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here