ঢাকা-কলকাতার “দুই শহর প্রেম”

0
124

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ  

কলকাতার নজরুল মঞ্চে গুনগুন মিউজিকের ব্যানারে বাংলাদেশের প্রতিভাবান কণ্ঠ শিল্পী ফাল্গুনী সরকারের ‘ফাগুনের গান’ দিয়ে গত ১৪ মে উদ্বোধন হল দুই বাংলার তারকাদের মিলন মেলা ১৯তম টেলি সিনে এওয়ার্ড। দুই বাংলার আবেগের শহর ঢাকা ও কলকাতার প্রেম নিয়ে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গীতি কবিতায়, জয় সরকারের সুর ও সংগীত আয়োজনে বাংলাদেশের তারকা নির্মাতা নোমান রবিনের নির্মাণ “দুই শহর প্রেম” মিউজিক ভিডিও।

এই মিউজিক ভিডিও প্রসঙ্গে দুই বাংলারই জনপ্রিয় তরুণ কবি, গীতিকার শ্রীজাত বলেন, “আমার খুবই সৌভাগ্য যে এরকম একটা গানে কাজ করতে পারছি। গানটি লিখতে গিয়ে আমি নিজেই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ঢাকা, কলকাতার কত শত বছরের বোঝাপড়া! কত কত গল্প, কান্না, সুখ, সাহিত্যআষ্টেপৃষ্ঠে  জড়িয়ে রয়েছে ; কাকে ছেড়ে কাকে ধরব? এটি শুধুমাত্র গান নয়। এটা একটা দলিল একটা ইতিহাস একটা সংস্কৃতি।“

আরও পড়ুনঃ ‘অন্তর্ধান’ – স্বল্প দৈর্ঘের মনস্তাত্বিক সাসপেন্স থ্রিলার

ওপার বাংলার নোমান রবিন এই মিউজিক ভিডিও সম্পর্কে বলেন, এপার বাংলার মেধাবী সুরকার ও সংগীত পরিচালক জয় সরকার ওপার বাংলার কণ্ঠশিল্পী ফাগুনকে দিয়ে দুর্দান্ত এক প্রেমময় গান সৃষ্টি করেছেন। দুই শহরের মানুষের ইমোশন উঠে এসেছে এই গানে। দুই শহরের নাগরিক জীবনের বিভিন্ন মুহূর্ত আর ঐতিহ্য নিয়ে নির্মিত এই  ভিডিওটি দেখে দুই বাংলার দর্শক আবেগী হয়ে পড়বেন একথা নিশ্চিতভাবে বলা যায়। প্রকল্পের সমন্বয়কারী হিসেবে ছিলেন রূপক মজুমদার এবং নির্বাহী প্রযোজক সাম্য সবুব। আগামী ১৯ মে গুনগুন মিউজিক ইউটিউব চ্যানেল থেকে ‘দুই শহর প্রেম’ মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here