লড়াই মজবুত করতে ফ্রেন্ডস-এর গান ‘হবে যেন জয়’

0
182

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনা একচেটিয়া নিজের আধিপত্য দেখিয়ে ছুটে বেড়াচ্ছে গলি থেকে রাজপথ। তাকে হারানোটা বেশ চ্যালেঞ্জের মুখে ফেলছে বিজ্ঞানকে। আক্রান্তরা কেউ কেউ বাড়ি ফিরলেও বেশিরভাগই যাচ্ছে অস্তাচলে৷ এই অবস্থায় এক কঠিন লড়াইয়ে শামিল বিশ্ববাসী৷

Album | newsfront.co

লড়াইকে আরও মজবুত করতে দরকার মনোবল। আর সেই মনোবল বাড়াতে পারে একমাত্র গান। এমনটাই বিশ্বাস করে ‘ফ্রেন্ডস’। তাই করোনাকে জয় করার গান বাঁধল ‘ফ্রেন্ডস’।

‘হবে যেন জয়’ নামের মিউজিক ভিডিওটির টিজার সামনে এসেছে। মূল গান খুব শীঘ্রই আসবে সামনে।
গান লিখেছেন সৌমেন অগ্নিশ। কণ্ঠও তাঁরই। পরিচালনা এবং সম্পাদনায় ঐন্দ্রিলা সাঁতরা।

আরও পড়ুনঃ সচেতনতা দিতে অভিনেতাদের সঙ্গে ক্যামেরার সামনে খেলোয়াড়রাও

মিউজিক ভিডিওটির গানে ঠোঁট মেলাতে দেখা যাবে রেডিও জকি নীল চক্রবর্তী, অয়ন ঘোষাল, অতিশ ভট্টাচার্য, অম্বি চ্যাটার্জি, সুব্রত শর্মা, ঐশিক পাল, সুভাষ পচিশিয়া, ডঃ সিদ্ধার্থ গোস্বামীকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here