অতিমারীতে হাজির- ‘হয়ত তোমারই জন্য’

0
160

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পৃথিবীতে যত বার মহামারি এসেছে ততবার সাধারণ মানুষকে রক্ষা করেছেন ভগবানরুপী কিছু মানুষ।
হ্যাঁ, তাঁদেরকে আমরা ‘ডাক্তার’ বলে জানি। যাঁদের আত্মত্যাগ অনস্বীকার্য। যাঁরা নিজের জীবন উৎসর্গ করে চলেছেন সমাজের কল্যাণে। নিজের পরিবার পরিজন এমনকী নিজের ভালোবাসা বা সদ্য বিবাহিত রঙিন জীবনকে উপেক্ষা করে তাঁরা তাঁদের কর্তব্যকে অগ্রাধিকার দিয়ে চলেছেন প্রতিনিয়ত।

artist | newsfront.co

‘হয়ত তোমারই জন্য’ মিউজিক ভিডিওটি তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ। স্টার জলসার ফায়নাইড সিরিজ ‘অলৌকিক না লৌকিক’-এর মুখ্য চরিত্র ঋধীশ চৌধুরী ও জিয়া সরখেল অভিনয় করেছেন এই মিউজিক ভিডিওটিতে। পরিচালনায় প্রতিশ ঘোষ, সুরকার ভিকি এ খান ও কথায় সাহেব সাহা।

Hoyto Tomari jonno | newsfront.co
ঋধীশ এবং জিয়া

এই মিউজিক ভিডিওটি মুক্তি পেতে চলেছে ‘শ্রী এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেল থেকে। এই মিউজিক ভিডিওটি তৈরি হয়েছে খুব কম সংখ্যক কারিগর নিয়ে এবং মারণ ভাইরাসের থেকে সুরক্ষা থাকার সব বিধিনিষেধ মেনে।

আরও পড়ুনঃ ঋদ্ধি বন্দোপাধ্যায়ের উদ্যোগে দুই বাংলার রজনীকান্ত স্মরণ

গল্পের মধ্যে দেখা যাবে ঋধীশ  ও জিয়াকে সদ্য বিবাহিত দম্পতির ভূমিকায়। তারা দুজনেই ডাক্তার। পরিচালক একটি মিষ্টি প্রেমের গল্প বলেছেন এই মিউজিক ভিডিওর মাধ্যমে। মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত সকল সদস্য ভীষণ আশাবাদী এই কাজটি নিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here