নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এই ভয়াবহ, জটিল এবং অতিমারী পরিস্থিতিতে আমাদেরকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে যারা দিনরাত এক করে নিজের পরিবারের কথা ভুলে করোনার বিরুদ্ধে লড়াইতে শামিল তাঁদের জন্য ‘টিভিওয়ালা মিউজিক স্টেশন’র অনন্য নিবেদন ‘লড়ে যাও’ শিরোনামের একটি মিউজিক ভিডিও।
এই গানের নেপথ্য কাণ্ডারি ইতালীয় গৃহযুদ্ধের সময় উদ্ভুত ইতালীয় গান ‘বেলা চাও’। গানটি বিশ্বব্যাপী স্বাধীনতা এবং ফ্যাসিবাদবিরোধী স্তোত্র হিসাবে ব্যবহৃত হয়। গানটি ইতালির মধ্যে অ্যান্টিফ্যাসিস্ট প্রতিরোধ আন্দোলনের গান। আর তার দ্বারা অনুপ্রাণিত হয়েই তার বাংলা ভার্সন ‘লড়ে যাও’।
সমস্ত ডাক্তার, মেডিকেল প্র্যাকটিশনার, পুলিশ, পাবলিক সার্ভেন্ট, নার্স, মেডিকেলসাপোর্ট স্টাফ, ট্র্যাফিক পুলিশ অর্থাৎ যাঁরা কোভিড১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে শামিল শুধুমাত্র আমাদের বাঁচানোর তাগিদে তাঁদের একটি অভিবাদন, ধন্যবাদ জানানোর জন্যই এই গান বলে জানিয়েছেন টিভিওয়ালা মিউজিক স্টেশনের কর্ণধার অমিত গাঙ্গুলি। মিউজিক ভিডিওটিতে দেখা যাবে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ৩৬ জন তরুণ তারকাকে।
আরও পড়ুনঃ ক্যালেন্ডারের গল্প বলবে ‘চতুরাশ্রম’
রয়েছেন সৌরসেনী মৈত্র, তৃনা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, নীল ভট্টাচার্য, পূজারিণী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, জয়ী দেবরায়, রেজওয়ান রাব্বানী শেখ, অমর্ত্যরায়, অনুরাধা মুখার্জি, অনুভব কাঞ্জিলাল, রণজয় বিষ্ণু, বিবৃতি চ্যাটার্জি, ঋষভ বসু ,আদিত্য চৌধুরী, রাজদীপ গুপ্ত, পায়েল দেব, সায়ন্তনী গুহ ঠাকুরতা, পৌলমী দাস, অলিভিয়া সরকার, রোহন ভট্টাচার্য, মৈনাক বন্দ্যোপাধ্যায়, আদিত্য সেনগুপ্ত , খেয়া চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, দেবপ্রিয় মুখার্জি, সায়ন ঘোষ, উদয় প্রতাপ সিং, ঈশান মজুমদার, আর্য দাশগুপ্ত, অপ্সরা গুহ ঠাকুরতা, দেবলীনা কুমার।
‘বেলা চাও’ গানটির পুনঃসংযোজনা করেছেন অম্লান। বাকি গানের কথা আকাশ চক্রবর্তীর। গান গেয়েছেন শুভঙ্কর ও অমৃতা। প্রোগ্রামিং এবং মিক্স মাস্টার বব এসএস। ভিজ্যুয়াল টেক্সট রচনা করেছেন প্রশান্ত দত্ত। এবং তা রবীন্দ্রনাথ ঠাকুরের এবং শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে অনুপ্রাণিত। ভিজ্যুয়াল গ্রাফিক্স করেছে ‘ছায়াছবি স্টুডিও’। পোস্টার ডিজাইন করেছেন শুভব্রত সংগীত ভিডিওর পরিচালক, সম্পাদক ও ভিজ্যুয়ালাইজার শুভা ভট্টাচার্য প্রযোজনায় ‘টিভিওয়ালা মিউজিক স্টেশন’।মিউজিক ভিডিওটি পাবেন টিভিওয়ালা মিডিয়ার অফিসিয়াল পেজ সহ আরও নানান প্ল্যাটফর্মে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584