নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাঙালির সেন্টিমেন্টের অনেকটা অংশ জুড়ে রয়েছে ‘মহালয়া’। মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মহালয়া মানেই দেবীপক্ষের শুরুয়াত। মহালয়া মানেই পুজোর গন্ধ আকাশে বাতাসে। নারীকূলের শক্তিশালী প্রতিনিধি দেবী দুর্গা। প্রত্যেকটি নারীর ভিতর একজন দুর্গার বসবাস।
অথচ এই নারীকেই পোহাতে হয় কত বঞ্চনা৷ ঘটা করে প্রতিবছর মায়ের আরাধনায় মেতে ওঠে সকলে। অথচ মা দুর্গার রূপ, সেই নারীকেই করি অবজ্ঞা আর অসম্মান। এমনই এক ঘটনার শিকার হবে এনা। তখন কী হল আর কী হতে পারে সেই বিষয়টিকে সামনে রেখেই এনা সাহার উদ্যোগে তৈরি হল মিউজিক ভিডিও ‘মহামায়া’।
১৭ সেপ্টেম্বর অভিনেত্রী এনা সাহার ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘মহামায়া’ নামের মিউজিক ভিডিও অ্যালবামটি। প্রযোজনায় ‘জারিক এন্টারটেইনমেন্ট’। পরিচালক অমিত বিট্টু দে। মুখ্য চরিত্রে এনা সাহা। এ ছাড়াও আচ্ছেন গৌরব (দুর্গা) এবং দীপায়ণ ঘোষ (অসুর)।
আরও পড়ুনঃ বিভীষণের স্ত্রী সরমার চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী
বিশেষ অতিথি শিল্পী হিসেবে থাকবেন সনাতন রুদ্র পাল। ক্যামেরায় সুরজ দাস। সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত। মিউজিক অ্যান্ড মিক্সিং-এ ডিজে আলভি। চিত্রনাট্য লিখেছেন রাহুল রয়। গান গেয়েছেন রতিশ সাহা, জয়দীপ সিনহা।
আরও পড়ুনঃ অবিশ্বাসের মেঘ কাটিয়ে বিশ্বাসের পথে যাত্রা শুরু মথুরের
প্রসঙ্গত, অভিনেত্রী এনা সাহা সম্প্রতি প্রযোজনার কাজে হাত দিয়েছেন। এনা প্রযোজিত বাংলা ছবি ‘এস ও এস কলকাতা’র নির্মাণ কাজ চলছে পুরোদমে। নিউ নর্মাল দুনিয়ায় সব কিছু নর্মাল হয়ে হল খুললে হলেই ছবিটিকে রিলিজ করতে চান নবীন প্রযোজক এনা সাহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584