ইন্দ্রদীপের সুরে ‘নীরবতা দাও গান’

0
146

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

হানাহানি, মহামারী, দুর্যোগ অনেককিছুই এই বছরে দেখে নিয়েছে মানুষ। হরেক রকম প্রতিকূলতার দাপটে বিপর্যস্ত মানুষকে গানের মাধ্যমে একটু অন্য কথা বলতে চাইলেন সঙ্গীত পরিচালক তথা চলচ্চিত্র পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রদীপের সৃষ্ট গানও আজ নীরবতা চাইছে। গানও বলে উঠছে – “তার গান ভালো লাগছে না।”

Indradeep Dasgupta | newsfront.co
ইন্দ্রদীপ দাশগুপ্ত

এই কঠিন সময়ে গানও আসলে ক্লান্ত। তারও আর বেজে উঠতে ভয় হয়৷ সেই দিকটিই তুলে ধরার চেষ্টা রয়েছে মিউজিক ভিডিটিতে। গানের কথা- রবি ঠাকুর, ঋতম সেন।

সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। গেয়েছেন পাপন।সরোদ বাজিয়েছেন প্রতীক শ্রীবাস্তব। মিউজিক ভিডিও ভাবনায় অনিন্দ্য চট্টোপাধ্যায়।সম্পাদনায় অর্ঘ্যকমল মিত্র। পরিবেশনায় সুজাতা দাস।

আরও পড়ুনঃ ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র হোস্ট যিশু সেনগুপ্ত

ক্যালেইডোস্কোপের তরফে সুজাতা দাস বলেন- ” আমরা ভাল কনটেন্টে বিশ্বাস রাখি। সেটা অডিও, ভিডিও কিংবা ফিল্ম যে ফরম্যাটেই হোক।সারা বছরে অল্প হলেও ভাল কনটেন্ট নিয়েই আমরা আসব।

আরও পড়ুনঃ চাটুজ্যে পরিবারে বিয়ের সানাই

“নীরবতা দাও গান”-এর মধ্যে দিয়ে আমরা এই বার্তাটি দিতে চাইছি যে এই সময় দাঁড়িয়ে সারা পৃথিবী যেমন থমকে গেছে, আমাদের তা মানিয়ে নিয়েই ঘুরে দাঁড়াতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here