অবশেষে দেখা দিলেন রুবি রায়

0
125

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনাকালে যখন একের পর এক অবসাদ মানুষকে গ্রাস করছে। ঠিক তখন মন ভালো করা কিছু গান শান্তি বয়ে আনে মানুষের জীবনে। আর সেই গান যদি হয় স্বর্ণযুগের, তাহলে তো আর কথাই নেই। কিশোর কুমার, মহম্মদ রফি, মুুকেশের কণ্ঠে পুরনো দিনের সেই গানগুলো আজও চিরনতুন হয়ে রয়েছে মানুষের মনে।

Ishan Mazumder
ঈশান মজুমদার, অভিনেতা

হিন্দি গানের পাশাপাশি সেইসময়ের বাংলার কালজয়ী গানগুলোও আজ আরও বেশি করে টানে। ঠিক যেমন আর ডি বর্মণের ‘রুবি রায়’ আজও মুগ্ধ করে সকল শ্রোতাবন্ধুকে। রোদজলা দুপুরে নূপুরের সুর তুলে বাস থেকে নেমেছে, আবার কখনও কবিতায় ডাকার পরও প্রেমিকের বুকে ব্যাথা দিয়েছে রুবি রায়। কিন্তু আজ পর্যন্ত এই কাল্পনিক নারীর দেখা পাননি কেউ। তবে এবার সামনে এল সেই কাল্পনিক নারী রুবি রায়।

সদ্য মুক্তি পেয়েছে অভিনেতা ঈশান মজুমদার-এর ‘রুবি রায় ৩.০’। এই মিউজিক ভিডিওটিতে যে ‘রুবি রায়’ গানটি শোনা যাচ্ছে, তার স্রষ্টা হলেন ঈশান মজুমদার। তাঁর কণ্ঠে এই গান ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু তাই নয়, গানের কথা লিখেছেন ও সুর করেছেন অভিনেতা স্বয়ং। প্রকাশ্যে আসা এই মিউজিক ভিডিওতে রুবি রায়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতাকে।

Sayantani Guha Thakurda
সায়ন্তনী গুহ ঠাকুরতা, অভিনেত্রী

এই নতুন ‘রুবি রায় ৩.০’ গানটিতে দেখা যায়, একটি ছেলে রুবি রায়কে খুঁজে বেরাচ্ছে। তাকে ছুঁতে চাইছে, কিন্তু পারছে না। এভাবেই এগিয়েছে মিউজিক ভিডিওর গল্প। এই গানে রুবি রায় থুড়ি সায়ন্তনী গুহ ঠাকুরতা-র লুকটাও বেশ অন্যরকম।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘মানিকে মাগে হিথে’, ফ্যান অমিতাভও, মিলল শিল্পীর খোঁজ

এই মিউজিক ভিডিওটি ভিডিওটি পরিচালনার দায়িত্বে ছিলেন গৌরব দত্ত। সিনেমাটোগ্রাফারের দায়িত্ব সামেলেছেন চয়ন কর্মকার। অ্যারেঞ্জমেন্ট ও প্রোগ্রামিংয়ের দায়িত্বে ছিলেন রাহুল সরকার। মিক্সিং ও মাস্টারিং একহাতে সামলেছেন শুভাশিস পাঠক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here