নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বন্ধু দিবসে মুক্তি পেল অদিতি মুন্সির কণ্ঠে ভাটিয়ালি গান ‘সোনা বন্ধুরে’। প্রায় ২০০-২৫০ বছর আগে এই গান বেঁধেছিলেন রাধরমণ দত্ত। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই ‘সঙ্গীতম কালচারাল অ্যাকাডেমি’র এই মিউজিক ভিডিও অ্যালবাম- জানালেন অদিতি মুন্সি।
গানটি বহুবার বহু শিল্পীর কণ্ঠে শুনেছে শ্রোতা। এবার অদিতি মুন্সির কণ্ঠে এই গান শোনার পালা। গানটির সঙ্গে যে ভিডিও যোগ করা হয়েছে সেটি সাদা কালো ফরম্যাটে তৈরি।
বন্ধু দিবসে গানটি অদিতি মুন্সির ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ঠিক সন্ধে ৭ টায়। তার আগে এয়ারপোর্টের এক বিলাসবহুল হোটেলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ সুস্থ কোয়েল, ঘরে ফিরেছেন বিগ বি
হাজির ছিলেন অদিতি মুন্সি সহ তাঁর গানদলের যন্ত্রশিল্পীরাও। হাজির ছিলেন লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী মৃগনাভি চট্টোপাধ্যায়। তিনি অদিতি মুন্সির সঙ্গীত প্রতিষ্ঠান ‘সঙ্গীতম কালচারাল অ্যাকাডেমি’র একজন গুরু এবং পথ প্রদর্শকও বটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584