টেগোর মেডলি নিয়ে হাজির শ্রাবণী, সিধু, অশান্ত, জয়

0
94

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

এই প্রথমবার টেগোর মেডলি নিয়ে হাজির শ্রাবণী সেন, সিধু, অশান্ত এবং জয় সরকার। এই মিউজিক ভিডিওতে পূজা পর্যায়ের চারটে গানের মেডলি করা হয়েছে। অর্থাৎ চারটে আলাদা গানের সমন্বয় ঘটানো হয়েছে।

tagore medley | newsfront.co

আমার মুক্তি আলোয় আলোয়, দাঁড়াও আমার আঁখির আগে, আমার মাথা নত করে,আমি হেথায় থাকি শুধু এমনই চারটে গান গেয়েছেন শ্রাবণী সেন, সিধু, অশান্ত বাকলি। গানের সংগীত আয়োজন করেছেন জয় সরকার। গানের মিউজিক ভিডিওর অনেকটা অংশ জুড়ে রয়েছে বগুরান জলপাই বিচ।

singer | newsfront.co

সিধু বলেন “অনেকদিনের ইচ্ছা পূর্ণ হল। শ্রাবণী সেনের সঙ্গে এক মঞ্চে গান করলেও অন রেকর্ড কোনও কাজ ছিলনা।রবীন্দ্রসঙ্গীত নিয়েও কাজ করার ইচ্ছা ছিল। সব মিলিয়ে এই কাজটা অন্যরকম। জয়ের খুব সুন্দর সংগীত আয়োজন,গানের চমৎকার মিউজিক ভিডিও সব মিলিয়ে এই কাজটা আশা করছি সবার ভালো লাগবে।”

sidhu and others | newsfront.co

শ্রাবণী সেন বলেন- “করোনার অতিমারির পর নতুনভাবে গান নিয়ে ফিরতে পারাটাই অনেক বড় কথা। আর রবীন্দ্রনাথের গান সবসময় আমাদের প্রেরণা জোগায়”।জয় সরকার জানান– “রবীন্দ্রনাথের গানে আমাদের এক সাথে এই প্রথম কাজ। আশা করি শ্রোতার ভালো লাগবে।”

আরও পড়ুনঃ ত্রয়ী পরিচালনায় আসছে ‘থ্রি কোর্স মিল’, তারকা তালিকায় চমক!

অন্যদিকে আরেক কণ্ঠশিল্পী অশান্ত খুব আশাবাদী তাঁদের এই যৌথ প্রয়াস নিয়ে। সম্প্রতি গানটির প্রকাশ ঘটল সিধুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here