নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এখন শুধু ভরসা টেলিফোন। কথাটা একশ ভাগের থেকেও বেশি সত্যি বলে প্রমাণিত আজ। কারো সঙ্গে কারো দেখা নেই। কেউ কারোকে ছুঁতে পারছি না।
ফোনেই সারছি বাক্যবিনিময়। আর ভিডিও কলেই সারছি প্রেম প্রণয়। সবাই সবার থেকে দূরত্ব মেনে চলছি আজ। সবাই আজ অস্পৃশ্য। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব কেমন মিলেমিশে একাকার হয়ে গেছি।
সৃজনশীল মানুষেরা এই ফাঁকে সবাই সবার ঘরে বসে বানিয়ে ফেলছেন কিছু না কিছু। কেউ বানাচ্ছেন ছবি, কেউ বা মিউজিক ভিডিও। করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতে হাত রেখে শামিল হওয়ার আহ্বান জানিয়ে একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির পরিচালক অনির্বাণ চক্রবর্তী।
ভিডিওটিতে দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী, মৌবনী সরকার, রূপা ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, পুলকিতা ঘোষ, স্বর্ণকমল, বিনিতা চ্যাটার্জি, মৌসুমী চ্যাটার্জি, অমিতাভ ভট্টাচার্য, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, ইশান মজুমদার, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), আদিত্য চৌধুরী, কৃষ্ণা ব্যানার্জি, জয় ভট্টাচার্য, রুদ্রজিত রায় এবং অনির্বাণ চক্রবর্তীকে।
সঙ্গীত পরিচালনায় মৌসুমী চ্যাটার্জি। প্রোগ্রামিং-এ প্রদ্যুত চ্যাটার্জি। গান গেয়েছেন মৌসুমী চ্যাটার্জি এবং প্রদ্যুত চ্যাটার্জি। সম্পাদনায় অরিন্দম গাইন। গানের কথা লিখেছেন অনির্বাণ চক্রবর্তী। পরিচালনাও তাঁরই।
সবাই সবার বাড়িতে বসে নিজেদের ফোনে করেছেন শুট। গান গাওয়া হয়েছে আই ফোনে। সঙ্গীতায়োজন হয়েছে অবশ্য ল্যাপটপে। সম্পাদনা হয়েছে ম্যাক বুক প্রো-তে। সুতরাং একটা ফোন যে কতটা উপকারী তা জানান দেবে এই মিউজিক ভিডিওটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584