নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২৬ জুলাই গীতিকবি রজনীকান্ত সেনের জন্মদিনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা পঞ্চকবির কন্যা ঋদ্ধি বন্দোপাধ্যায়ের উদ্যোগে দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে মুক্তি পাবে জনপ্রিয় গান “তুমি নির্মল করো, মঙ্গল করে”-র মিউজিক ভিডিও। ‘ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমি’র ইউটিউব চ্যানেলে আসবে গানটি। এই উদ্যোগের নামকরণ করা হয়েছে আশ্রয়। বর্তমান পরিস্থিতি মাথায় রেখেই এমন গানের আশ্রয়ে সবার এক হওয়ার প্রয়াস।
বাংলাদেশের প্রবীন শিল্পী লিলি ইসলাম, কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী প্রবুদ্ধ রাহা, ঋদ্ধি বন্দোপাধ্যায়, নবীনদের মধ্যে অরিত্র দাশগুপ্ত, তৃষা পারুই, নির্ঝর চৌধুরী, চিরন্তন বন্দোপাধ্যায় গাইবেন গান। পাঠে মৌনীতা চট্টোপাধ্যায়, শুভদীপ চক্রবর্তী। নৃত্যে বিশিষ্ট নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত এবং ভূমিকায় আই.সি.সি.আর, কলকাতা শাখার অধিকর্তা গৌতম দেব অংশগ্রহণ করেছেন।
ঋদ্ধি বন্দোপাধ্যায় জানান, “এই অতিমারির সময় সবাই একটু ভালো থাকতে চাইছি। খোঁজ করছি শান্তির আশ্রয়। গানের কথার হাত ধরে একটু মানসিক দিক থেকে মনের হাল ধরার চেষ্টা রয়েছে এই ‘আশ্রয়’-এ।”
প্রসঙ্গত, ২০১৯-এ বাল্টিমোরে বঙ্গসম্মেলন পা রাখেন ঋদ্ধি। রাজ্য সংগীত অ্যাকাডেমির প্রথম পুরস্কার প্রাপ্ত শিল্পী তিনি। বহু সিনেমা ও সিরিয়ালে প্লে ব্যাক করেছেন। সমাজ সচেতনতা মুলক কাজের মধ্যে রয়েছে সোনাগাছির যৌনকর্মীদের সন্তানদের নিয়ে “সংস্ট্রেস” নামক প্রোডাকশন পরিচালনা।
আরও পড়ুনঃ উইকেন্ডে দিদি নম্বর ওয়ানে মেগা ধামাকা
পাশাপাশি আলিপুর সংশোধানাগরের মহিলাদের দেশাত্মবোধক গানের প্রশিক্ষণ দেন তিনি।আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করে এই সব গানের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। গানের পাশে গবেষণার দিকটাও রয়েছে তাঁর।প্রকাশিত হয়েছে তাঁর লেখা গ্রন্থ ‘রজনীকান্ত’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584