ষষ্ঠীতে মুক্তি পেল ‘উমা আসছে’

0
48

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপূজা। ঢাকের বাদ্যি ছাড়া দুর্গাপুজো ভাবাই যায় না। ঢাকির কাঁধে থাকা বিশাল জয়ঢাক এবং হাতে থাকা দুই কাঠির সমন্বয়ে মনমাতানো ঢাকের আওয়াজেই তৈরি হয় উত্‍সবের মেজাজ। শরতের সমাগমে বাংলার প্রতিটি ঘরে ঘরে আনন্দের হিল্লোল তোলে ঢাকের বাদ্যি।

Music video
নিজস্ব চিত্র

গতবছরের মতো এবছরও করোনার প্রকোপে পুজোর রমরমা কমেছে। কিন্তু এতগুলো বছর যে মানুষগুলো তাদের শিল্পনৈপুণ্যের গুণে বাংলার ঘরে ঘরে মানুষের মনে পৌঁছে দিয়েছেন উত্‍সবের আনন্দ, এই অসময় কেমন আছেন তাঁরা? ঢাকির কুঁড়েঘরে আনন্দের আলো জ্বলে ওঠে ‘উমা আসছে’ শুনলেই। ষষ্ঠীর দিন ফেবল ফ্রেম মোশন পিকচার এলএলপি উপস্থাপনায়, অরিন্দম গোস্বামীর পরিচালনায় এবং কণাদ বণিক-এর প্রয়োজনায় মুক্তি পেল পুজোর গান ‘উমা আসছে’।

এই মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে, কুঁড়েঘরে থাকা একটি ছোট ছেলে ঢাকি সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে তাদের শোচনীয় দুর্দশার কথা জানাচ্ছে। ছোট ছেলেটি মনে করে যে দুর্গাপূজার দিনগুলোতে সে ঢাক বাজাতে পারবে না। ঘরে তার অসুস্থ পক্ষাঘাতগ্রস্ত বাবা, তাঁকে নিয়েই উদ্বেগে দিন কাটছে পরিবারের। তাঁরা একসঙ্গে এই বছর কি পুজোর দিনগুলো আনন্দে কাটাতে পারবে? দেবতা স্বয়ং কী উত্তর দিলেন। তা জানা যাবে ভিরিঙ্গি নামক নতুন ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘উমা আসছে’ গানের মাধ্যমে।

আরও পড়ুনঃ বলিউডে পা রাখলেন বিক্রম, প্রকাশ্যে এল প্রথম হিন্দি ছবি ‘মেমোরি এক্স’-এর পোস্টার

একঝাঁক নতুন মুখেদের দেখা যাবে এই মিউজিক ভিডিওটিতে। এই ভিডিওয় ছোট ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঈশান ঘোষকে, ছোট মা দুর্গার চরিত্রে রয়েছেন প্রিয়াংশী বারিক, পক্ষাঘাতগ্রস্ত বাবা’র ভূমিকায় রয়েছেন কণাদ বণিক এবং মা-এর চরিত্রে রয়েছেন সিমরন ভট্টাচার্য। এই মিউজিক ভিডিওটি তৈরির জন্য শুটিং হয়েছে বারুইপুর, ঘুটিয়ারি শরীফ, জোকা, খেয়াদা গ্রাম, রাজপুর এবং সোনারপুরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here