মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
গোটা পৃথিবীকে ঘিরে ধরেছে একটা মারণ ভাইরাস করোনা। বিভিন্ন দেশ ঘুরে অবশেষে ভারত এবং তারপর পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোভিড-১৯। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে চারিদিকে। বিদায় নেওয়া তো দূর, উপরন্তু এ রাজ্যে আরও জাঁকিয়ে বসছে এই ভাইরাস।
আক্রান্তের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। বাড়িতে থেকে এই রাক্ষসরূপী ভাইরাসের সঙ্গে লড়ছেন প্রায় প্রত্যেকটি মানুষ। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।
লকডাউনের জেরে প্রায় স্তব্ধ জনজীবন। রাস্তাঘাট শুনশান। চেনা শহরের অচেনা চিত্র দেখছে শহরবাসী। এরকমই লকডাউনের আগে ও পরের কিছু মনোরম দৃশ্য তুলে ধরলো ডেভিড ও গলিয়াথ ফিল্মস নিবেদিত মিউজিক ভিডিও ‘উম্মিদ’।
সম্প্রতি ডেভিড ও গলিয়াথ ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিওটি। লকডাউনের আগে কলকাতা কেমন ছিল এবং লকডাউনের পর কলকাতাকে কেমন লাগছে সেটাই দেখানো হয়েছে ভিডিওটিতে।
‘উম্মিদ’ আশা ও সংকল্প-এর কথা বারে বারে মনে করিয়ে দেয়। ডেভিড ও গলিয়াথ ফিল্মসের ব্র্যান্ড অ্যাম্বেসেডর রিচা শর্মা-কে দেখা গিয়েছে এই মিউজিক ভিডিওটিতে।
‘উম্মিদ’-এর গানটি গেয়েছেন পরশিয়া সেন। গানের কথা মৃত্যুঞ্জয় সিং-এর। মিউজিক কম্পোসডের দায়িত্বে ছিলেন ময়ুখ ভৌমিক। ভিডিওটি চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন জয়দীপ সেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584