অনিন্দ্যর হাতে হাত রেখে ফিরছে বেলা বোস

0
262

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নব্বইয়ের দশক। আধুনিক বাংলা গানে এক নতুন অধ্যায়ের সূচনা হল। অনেক নতুন ধারার বাংলা গান তৈরি হতে শুরু করল। এরই মধ্যে একটি গান হয়ে উঠলো মিথ। গানে বলা একটা ফোন নম্বর যা আপামর গান পাগল বাঙালি আজও মনে রেখেছেন। সময় গড়িয়েছে তবুও গানের বয়স বাড়েনি।

Bela Sudhu Jane | newsfront.co

সে গানে ছেলেটি বেলা বোসের অপেক্ষায় অনেক রং নম্বর পেরিয়েও বেলাকে জীবনে পায়নি। এটুকু সবাই জানে। কিন্তু বেলা কেন সেদিন ছেলেটিকে ফিরিয়ে দিয়েছিল সে কথা কেউ জানে না। এবার জানার পালা। জানা যাবে অনিন্দ্য বসুর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বেলা শুধু জানে’তে।

Singer Anindya | newsfront.co

অনিন্দ্যর কণ্ঠে গানটি প্রকাশিত হচ্ছে আগামী ৮ এপ্রিল। শহর ব্যান্ডের অনিন্দ্য বসুর মিউজিক্যাল ফিল্ম ‘বেলা শুধু জানে’ প্রকাশ উপলক্ষে এদিন সবার সামনে উপস্থিত হবেন বেলা স্বয়ং।

আরও পড়ুনঃ ট্রান্সদের নানা শেডের চরিত্রে দেখতে চান ঋতুপর্ণা

এই বিষয়ে অনিন্দ্য বোস জানালেন- “আসলে সবাই ছেলেটিকে সিমপ্যাথাইজ করেন। কিন্তু বেলার সেদিনের চুপ থাকায় জন্য যে কথা গুলো বলা হয়ে ওঠেনি এই গানে প্রকাশ পাবে সেই কথা গুলো। এবার তার কিছু বলার পালা। এখন বেলার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে। তার অনেক বন্ধু। এত বছর পর বেলা কেমন আছে এবার জানা যাবে।”

গানটির রচনা এবং কণ্ঠ দুইই অনিন্দ্যর। এখন মাঝে শুধু কিছু দিনের অপেক্ষা বেলা বোসকে দেখার। এই মিউজিক্যাল ফিল্মটি অনিন্দ্য বসুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই মুক্তি পাবে। অনিন্দ্য আরও বলেন- “বেলা বোস চরিত্রের মূল স্রষ্টা অঞ্জন দত্তকে এটা আমার একটা শ্রদ্ধাঞ্জলি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here