শ্রমিক দিবসে আসছে ‘কবর’

0
176

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Kabar | newsfront.co

শ্রমিক দিবসে আসছে ‘কবর’, কথাটা কেমন যেন বড় পর্দায় কোনও ছবি আসার ঘোষণার মতো ঠেকল না?আজ্ঞে, ‘কবর’ হল একটি মিউজিক্যাল শর্টস। যেটি তৈরি হয়েছে মোবাইলে। এই সময়ে দাঁড়িয়ে ফ্লোরে গিয়ে গুছিয়ে মেক আপ করে, আলোর রোশনাইতে শুটিং তো সম্ভব নয়। তাই নিজের আস্তানায় বসেই তৈরি হয়েছে ‘কবর’। তবে, কবরের অভিনেতা-অভিনেত্রী কারা? কী তাদের নাম? তারা নাকি কেউ মানুষ নন। তা হলে তারা কারা?

Kabar releasing | newsfront.co

Kabar musical Shorts | newsfront.co

Kabar musical Shorts | newsfront.co

এই সময়ে দাঁড়িয়ে বাড়ির আসবাবপত্র, ঠাকুরঘর, গৃহদেবতা, পর্দা, ফ্যান, বইয়ের তাক, বই, বাদ্যযন্ত্র, বাসনপত্র গুলিই আমাদের সবথেকে বড় বন্ধু। এরাও কিছু বলতে চায় জানেন তো? কিন্তু শোনার লোক নেই। তারা বাড়ির মালিকটিকে কাছে পায় না। বলবে কাকে? এখন বাড়ির মালিক সারাদিন বাড়িতে। হঠাত ওই জড় পদার্থগুলি কথা বলতে শুরু করেছে আজ। ওদের কথা নিয়েই ‘কবর’।বিষয়টা বেশ অন্যরকম তা বলাই বাহুল্য। এমনিতেও অভিনেতা প্রসূণ গাইন বরাবরই জরা হটকে কাজ করতে ভালোবাসেন বরাবর। ‘কবর’ তারই ফসল।

Kabar musical Shorts | newsfront.co

Kabar | newsfront.co

আরও পড়ুনঃ শীঘ্রই আসছে রাশেদ, রাকেশের লকডাউন প্রজেক্ট ‘কিছুদিন মনে মনে’

Kabar musical Shorts | newsfront.co

Kabar | newsfront.co

‘প্রসূণ গাইন ইনিশিয়েটিভ’-এর ইউটিউব প্ল্যাটফর্মে আসছে এই মিউজিক্যাল শর্ট ফিল্মটি। গানের দিকটি পুরোপুরি সামলেছেন ব্রত দেব। সম্পাদনায় নীলকান্ত দাস। পোস্টার ডিজাইন করেছেন শুভ।সিনেমাটোগ্রাফিতে প্রসূণ গাইন এবং মাহিকা।

Kabar musical Shorts | newsfront.co

Kabar musical Shorts | newsfront.co

Actor | newsfront.co

প্রসঙ্গত, করোনার ভ্রূকুটিতে লকডাউন। আর তার জেরে বদ্ধ ঘরে আমরা সবাই। বড়পর্দায় কত না ছবির রিলিজ আটকে গিয়েছে। কবে তা দর্শক দরবারে আসবে তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু মানুষের মনের বিনোদনের ক্ষিদে তো কোনওদিন কমে যাবে না। তাই সে খোরাকের আশাও করে। আর তাই শিল্পীমনের মানুষেরা নিজেদের উদ্যোগেই বনাচ্ছেন কত ধরনের শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও কিংবা মিউজিক্যাল শর্ট ফিল্ম। ‘কবর’ তেমনই একটি। ১ মে ওয়েব দর্শকের দরবারে আসবে এই মিউজিক্যাল শর্টস-টি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here