মোহনা বিশ্বাস, কলকাতাঃ
নতুনভাবে বসন্তের রঙিন উৎসবকে উদযাপন করতে ১৪মার্চ, রবীন্দ্র ও কাকুরা ভবনে বাগেশ্রী ও ইউ ডি মিউজিক ক্লাবের নিবেদনে মঞ্চস্থ হল ভাস্বতী দত্তের একক গানের অনুষ্ঠান ‘শ্রীমতি চলে’।

সঙ্গীত শিল্পী ভাস্বতী দত্তের সঙ্গে ভাষ্যপাঠে ছিলেন দেবাশিস বসু। সঙ্গে ছিলেন যন্ত্র শিল্পীরাও। এই অনুষ্ঠানে ইউ ডি মিউজিক ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজকল্যাণ রায় এবং সুজিত তালুকদার।
গানে গানে এই দিনটি রঙিন করে তুললেন ভাস্বতী দত্ত। তাঁর কণ্ঠে কখনো শোনা গেল রবি গুহ মজুমদারের কথা ও সুরে ‘জোছনা করেছে আড়ি’ আবার কখনো তিনি গাইলেন ‘তুমি যার নুপূরের ছন্দ’।
আরও পড়ুনঃ দেবীগড়ে গড়বড়!



এদিন রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি থেকে শুরু করে ঠুমরি, ভাস্বতী দত্তের গানে মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতা। দেশের কবি, সুরকাররা কত রকমভাবে তাঁদের ভাবনায় রাধাকে নিয়ে এসেছেন শ্রোতার সামনে এদিন সেটাই তুলে ধরলেন শিল্পী।
তাঁর কণ্ঠে রাধার গান শুনে আপ্লুত শ্রোতা। “তোমার ও মন আমি জানি/বেসুর হলে অভিমানী”, ভাস্বতী দত্তের গানের সাথে দেবাশিস বসুর এহেন ভাষ্যপাঠে মুখরিত মঞ্চ। কথায়, গানে, গল্পে রঙিন হয়ে উঠেছিল বসন্তের এই সন্ধ্যা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584