বিশ্ব সংগীত দিবসে ডিজিটালে সম্মান জ্ঞাপন ভারতীয় সংগীত কিংবদন্তিদের

0
62

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

শুরু হতে চলেছে ‘কৌশিক ইভেন্টস’- এর উদ্যোগে এক অন্যধারার মিউজিক ওয়েব সিরিজ। ২১ জুন থেকে দেখা যাবে উদ্যোক্তাদের ইউটিউব প্ল্যাটফর্মে। এই সিরিজে ভারতীয় সংগীত কিংবদন্তিদের পাশাপাশি চলচ্চিত্রজগতের নামজাদা শিল্পীদেরও সম্মান জানানো হবে আটটি ভিন্ন পর্বে।

Musical web series | newsfront.co

এই ওয়েব সিরিজটির নাম ‘আ ট্রিবিউট টু দ্য লেজেন্ডস’। এর বিশেষত্ব হল এটি একটি ইনসট্রুমেনটাল সিরিজ। পুরো সিরিজটির নির্মাণ, পরিকল্পনা এবং প্রযোজনায় ‘কৌশিক ইভেন্টস’। প্রতি পর্বে থাকবে কিছু চিরকালীন সৃষ্টির ঝলক।

প্রথম পর্বে রবি ঠাকুর, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, মান্না দে, নচিকেতা চক্রবর্তী, আইয়ুব বাচ্চু, সোনু নিগম, কেকে, সাজিদ-ওয়াজিদ, রহমানের গানের পাশাপাশি ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবির গানও থাকবে বলে জানা গিয়েছে। বাকি পর্বগুলি সত্যজিৎ রায়, আর.ডি.বর্মন, সলিল চৌধুরী, গুলজার, যশ চোপড়া, ইল্লায়রাজা ও এ .আর. রহমান, খৈয়ামের স্মরণে সাজানো হয়েছে।

আরও পড়ুনঃ লকডাউনে ‘ভালোবাসা আবাসন’-এ মৎস্য অভিযান

পুরো সিরিজটিতে জয় ভদ্র জেবি সংগীত আয়োজন করেছেন। শৌভিক মুখার্জি (সিতার), স্বরোজিত রাতুল গুহ (বাঁশি), সুপতনু গিরি (কীবোর্ড)-র মতো যন্ত্রসংগীত শিল্পীরা সমস্ত পর্বে সংগীত পরিবেশন করবেন।
গোটা উদ্যোগের নেপথ্য মানুষ কৌশিক ঘোষ জনিয়েছেন, “এই লকডাউন চলাকালীন যন্ত্রসংগীত শিল্পীরা তাঁদের উপার্জন হারিয়েছেন, এমনকি অনলাইন লাইভ অনুষ্ঠানেও খুব একটা সুযোগ তাঁরা পাননি। তবে আমাদের শিল্পে তাঁদের অবদানটি ভুলে যাওয়া উচিত নয়। সামগ্রিকভাবে এটি আমাদের কিংবদন্তিদের পাশাপাশি যন্ত্রসংগীত শিল্পীদেরও একটি সম্মান জ্ঞাপন বলা যায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here