আগমনীর আবাহনে নান্দনিকের সুর সন্ধ্যায় মুগ্ধতা

0
113

নিজস্ব প্রতিবেদন,পশ্চিম মেদিনীপুরঃ

নান্দনিকের নান্দনিকতায় মুগ্ধ হলেন মেদিনীপুর কলেজে বিবেকানন্দ হলে উপস্থিত দর্শকবৃন্দ।শারদ উৎসবের প্রাক্কালে রবিবার মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘নান্দনিক’-এর উদ্যোগে ‘সুরের সন্ধ্যায়’ সুরভিত হলো প্রায় দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহ। নান্দনিকে’-এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট প্রবীণ সংগীত শিল্পী সর্বানী হালদারের পরিচালনায় ১৮ টি গান পরিবেশিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের মেদিনীপুর শহর শাখার মঠাধ্যক্ষ স্বামী মিলনানন্দ মহারাজ।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানের প্রথম পর্বে সংস্থার শিশু শিল্পীরা সমবেত ভাবে পাঁচটি সংগীত পরিবেশন করে এবং সংগীতের সাথে সাথে নৃত্য পরিবেশন করে শহরের নৃত্য চর্চার বিশিষ্ট নির্দেশক-দম্পতি রাজনারায়ণ দত্ত ও শ্রাবণী দত্ত -এর সংস্থা ‘সৃজন ভূমি’-এর শিশু শিল্পীরা।তাদের দৃষ্টিনন্দন পরিবেশন দর্শকদের মন জয় করে নেয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে সংস্থার বড়রা পরিবেশন করে স্বামী বিবেকানন্দের লেখা একটি গান। এরপর শিল্পীরা একক ও সমবেত ভাবে বারোটি গান পরিবেশন করেন।এই পর্বের অত্যন্ত মনোগ্রাহী পরিবেশনে একক সংগীত অংশ নেন সুলেখা বাস্কে, ডাঃ ব্রহ্মশ্রী দাস, মিতালী গোস্বামী, অজন্তা রায়, সুনন্দা দাস, মৃণাল চক্রবর্তী, জুঁই গোস্বামী এবং সর্বানী হালদার। অনুষ্ঠানের সর্বশেষ সংগীত বর্তমান এই অস্থির সময়ে কে সামনে রেখে শান্তির বার্তাবহ ‘ ‘হও হিন্দু হও মুসলিম, মোরা একই নামে এক সন্তান’ -এই হৃদয়স্পর্শী গানটি সমবেত ভাবে পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানের একটি বিশেষত্ব ছিল একটি রবীন্দ্র সংগীত ও অন্য তিনটি সংগীত ছাড়া বাকি সব গানের কথা প্রয়াত গীতিকার দিলীপ হালদারের ও সেগুলিতে সুর দিয়েছেন সর্বানী হালদার। এই সংগীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন শহরের প্রবীন ও নবীন বিশিষ্ট সংগীত শিল্পীগণ ও সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন জয়ন্ত সাহা, সুনীল বেরা, হায়দার আলী, কিংশুক রায়, অনিন্দ্য সেন, প্রলয় বিশ্বাস, বাচিক শিল্পী অমিয় পাল, কবি নির্মাল্য মুখোপাধ্যায়,ডাঃ হৃষিকেশ দে, অধ্যাপক জগবন্ধু অধিকারী, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ ওঝা প্রমুখ। যন্ত্রসংগীতে সহযোগিতায় ছিলেন সন্দীপ সরকার, বিদ্যুৎ বিকাশ দাস, অসীম দত্ত, প্রদীপ কুমার সাহা ও অমিত দে। শিল্পী প্রদীপ কুমার বসুর তৈরি মঞ্চসজ্জা উপস্থিত সকলের মন জয় করে নেয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন এইসময়ের প্রতিশ্রুতিময়ী বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ গান্ধী জয়ন্তীতে প্রতীকী অনশন করে অহিংসা সম্প্রীতির বার্তা তৃণমূলের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here