উত্তরপ্রদেশে রামলীলার মঞ্চে নজির গড়ল মুসলিম শিল্পীদের অভিনয়

0
134

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশে বারবার জাতপাত নিয়ে নানা প্রশ্ন উঠে আসে। সেরাজ্যে মুসলিম থেকে দলিত শ্রেণির মানুষের উপর অত্যাচারের অভিযোগও বহুবার উঠে এসেছে। সেই যোগী রাজ্যেই এবার রামলীলার মঞ্চ মাতালেন মুসলিম শিল্পীরা। উত্তরপ্রদেশে এইরূপ সম্প্রীতির ছবি সত্যিই বিরল। সে রাজ্যে রামলীলার মঞ্চে উঠলেন মুসলিম শিল্পীরা। সূত্রের খবর, শুধু অভিনয় নয়, রাম থেকে রাবণ-সকলের সাজসজ্জার দায়িত্বেও ছিলেন মুসলিম শিল্পীরাই।

Ram leela
ছবি সৌজন্যে : এএনআই

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রামলীলার আয়োজন করা হয়েছিল। পাত্থের চাট্টি রামলীলা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। শনিবার সেখানে রামলীলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ মহাকাশ গবেষণায় একাধিক সংস্থার মিলিত উদ্যোগে তৈরি ‘ইসপা’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এদিন সেখানে মুসলিম শিল্পীদের অভিনয় দর্শকের মন জয় করে নেয়। এই অনুষ্ঠানের পর আয়োজক কমিটির এক সদস্য সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, ‘উত্তরপ্রদেশে এমন ঘটনা সাধারণত দেখা যায় না। তবে এ রাজ্যে রামলীলার মঞ্চে মুসলিম শিল্পীদের অভিনয়ের ঘটনা সত্যিই নজির গড়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here