সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ:
নদীয়া জেলার করিমপুরের বাসিন্দা বিশ্বনাথ প্রামাণিক(৬৪), দীর্ঘ সময় ধরে রক্ত শূন্যতা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তারপরে (A+) রক্তের প্রয়োজন হয়। প্রায় দুই দিন কেটে গেলেও রক্তের ব্যবস্থা করতে পারে না পরিবারের সদস্যরা। তার পরে মানব কল্যাণ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন, তারপরে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে রক্তের জন্য আবেদন জানান। এরপরে সেই পোস্ট দেখে ডোমকল মহকুমার ডোমকল থানার মুক্তারপুর গ্রামের বাসিন্দা, পেশায় মাদ্রাসার শিক্ষক, টেকা মাদ্রাসার মওলানা সাদেক আলী(৩০) রক্ত দেওয়ার জন্য যোগাযোগ করে তিনি বলেন যে তার রক্তের গ্রুপ (A+) ‘এ’ পজেটিভ। তিনি রক্ত দিতে ইচ্ছুক। সেই মত সংস্থার সদস্যরা রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তারপর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন হিন্দু ৬৪ বছরের বৃদ্ধার।
আবারো মুর্শিদাবাদের মানুষ সম্প্রীতির বার্তা দিলেন গোটা দেশকে। কখনো হিন্দু সম্প্রদায়ের মৃতদেহ সৎকার করার নজির রয়েছে জেলায়। আবার কখনো হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মৃতদেহ দাফন করার কাজে এগিয়ে এসেছে। এবার রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়ে সম্প্রীতির বার্তা দিলেন। এই ঘটনায় মানব কল্যাণ সংস্থার সদস্য গোলাম মাবুদ বলেন যে, আগে মানুষ তারপরে ধর্ম। কারো রক্তের প্রয়োজন হলে তাদের ধর্ম দেখা হয় না ,শুধু রক্তের গ্রুপ দেখে আমরা রক্তের ব্যবস্থা করা চেষ্টা করি। অনেক সময় আমাদের সংস্থার সদস্যদের রক্তের গ্রুপ মিলে গেলে তারা নিজেরাই রক্ত দিয়ে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584