নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মুসলিম ছেলেকে বিয়ে করার জন্য হিন্দু মেয়ে ধর্মান্তরিত হয়েছে এমন ঘটনা প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু এবার আর এমনটা হল না। বরং খবরের শিরোনামে উঠে এল এর ঠিক উল্টো ঘটনা। লাভ জিহাদ নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই উলটপুরাণ হরিয়ানায়।
এক হিন্দু তরুণীকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করলেন এক মুসলিম যুবক। এই ঘটনায় শোরগোল পড়তেই পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট যুবককে পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনঃ ভারতে কৃষক আন্দোলনকে সমর্থন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর
হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ গত সপ্তাহেই বলেছিলেন, রাজ্য সরকার তিন সদস্যের কমিটি তৈরি করেছে লাভ জিহাদ প্রতিরোধক বিলের খসড়া তৈরির জন্য। বিয়ের নামে ধর্মান্তকরণকে লাভ জিহাদ নাম দিয়েছে বিজেপি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যেই ভিন্ন ছবি।
আরও পড়ুনঃ ভারতে কৃষক আন্দোলনকে সমর্থন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর
জানা গিয়েছে, গত ৯ নভেম্বর ১৯ বছরের এক তরুণীকে বিয়ে করার জন্য ২১ বছরের মুসলিম যুবক নিজের নামও পরিবর্তন করেন। এরপরেই ওই যুগল প্রাণ সংশয়ের জেরে হাইকোর্টের দ্বারস্থ হয় প্রাণসংশয়ের জেরে।
মেয়েটির পরিবারের তরফে লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে জানান যমুনানগরের পুলিশ সুপার কমলদীপ গোয়েল। সংবিধানের অনুচ্ছেদ ২১ অনুযায়ী, ওই যুগলের বিয়েতে বাধা দান করার অধিকার নেই তাঁদের পরিবারের। এক্ষেত্রে বিষয়টিতে হস্তক্ষেপ করে হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584