নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে অনেক রাজ্যেই জারি হয়েছে কার্ফু, আংশিক লকডাউন বা সম্পূর্ন লকডাউন। সংক্রমণ রুখতে কার্ফু জারি উত্তরপ্রদেশেও। উত্তরপ্রদেশের উন্নাও জেলায় কার্ফু নিয়ম ভঙ্গ করায় ১৭ বছরের এক কিশোরকে মারধর করে পুলিশ এবং পরে ওই কিশোরের মৃত্যুও হয়।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ২ জন কনস্টেবল ও ১ জন হোম গার্ডকে বরখাস্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও।কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, উন্নাওয়ের বঙ্গারমাও শহরের ভাটপুরী এলাকায় সবজি বিক্রি করত ওই কিশোর। বয়স ১৭ বছর। কার্ফুর নিষেধাজ্ঞা ভঙ্গন করে অসময়ে সবজি বিক্রি করছিল সে।
Unnao: Family members of a vegetable vendor who died in hospital accused police of thrashing him
"A man brought to police station for violating lockdown. After his health condition deteriorated, he was rushed to hospital where he died during treatment," said ASP Unnao (21.05) pic.twitter.com/4JxRViIhxL
— ANI UP (@ANINewsUP) May 22, 2021
তাই পুলিশ তাকে থানায় তুলে নিয়ে যায়। বেধড়ক মারধর করেও বলে অভিযোগ। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। চিকিৎসক মৃত বলে ঘোষণা করলে স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি জানায়।
পুলিশ কর্তৃপক্ষ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে, দোষী সাব্যস্ত হলে শাস্তির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই ২ জন কনস্টেবল এবং ১ জন হোমগার্ডকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও। তবে যোগী সরকারের তরফে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584