হরষিত সিংহ,মালদহঃ
রহস্যময় ভাবে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মঘাতীর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।বৃহস্পতিবার সকালে পুরাতন মালদহের সাহাপুর পঞ্চায়েতের ছাতিয়ানমোর স্কুল পাড়ার ঘটনা।মালদহ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে পরিবার ও পুলিশের কাছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম নির্মলা চৌধুরী(২৬)।স্বামী কৃষ্ণ চৌধুরি।বাড়ী পুরাতন মালদহের সাহাপুর পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়।তাদের পরিবারে দুই ছেলে মেয়ে রয়েছে।পরিবার সুত্রে জানা গিয়েছে প্রায় দশ বছর আগে মঙ্গলবাড়ী কোট স্টেশন এর বাসিন্দা রাম প্রবেশ রায়ের মেয়ে নির্মলা চৌধুরীর সাথে কৃষ্ণ চৌধুরী হয় বিয়ে হয়।তাদের পরিবারে কোন ঝামেলা ছিলনা এমনটায় দাবী মৃতের স্বামী সহ পরিবারের। এমনকি গত কয়েকদিনেও বাড়ীতে কোন ঝামেলা হয়নি। বৃহস্পতিবার সকালে শোবার ঘরে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
মালদহ থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।এই মৃত্যুর পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে মালদহ থানার পুলিশ।
আরও পড়ুনঃ খেলার মাঠে দুর্ঘটনায় মৃত্যু স্কুল ছাত্রের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584