নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাহাদুর সেখ। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় ৯ মাস আগে ভিনরাজ্যে কাজে যায় সে। মৃত যুবকের বাড়ি মুস্তালিক গ্রাম পঞ্চায়েতের কুচগিরিয়া এলাকায়।লকডাউনের প্রথম দিকে স্ত্রী সাহিদা বিবির সাথে ফোনে কথা বলে বাহাদুর সেখ।
এর পর থেকে তার আর কোন খোঁজ ছিল না। শনিবার থানা থেকে তার পরিবারকে জানানো হয় হরিয়ানার গুরুগ্রাম এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বাহাদুর সেখ।
আরও পড়ুনঃ চোপড়ার ঘটনা রাজনৈতিক মদত পেতেই পুড়লো বাস, পুলিশের গাড়ি
খবর আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবার প্রতিবেশীদের মধ্যে।তার স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি মৃতের স্ত্রীর।তার মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনবে এমন সামর্থ নেই দরিদ্র এই পরিবারের। এখন মৃতদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের দিকেই তাকিয়ে মৃতের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584