নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শনিবার বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল শিলিগুড়ি পুরনিগমের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের। এদিন সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ির সুভাষপল্লিতে। মৃতের নাম সুশীল চন্দ্র দাস। তিনি শিলিগুড়ি পুরনিগমের বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন।

জানা গিয়েছে যে তিনি তিনতলা ছাদ থেকে পড়ে যায়। এই দেখে স্থানীয়রা তরীঘরী তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব, কর্পোরেশনের বিরোধী দলনেতা রঞ্জন সরকার, শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য সহ আরও অনেকেই। কিভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

শিলিগুড়ি থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584