ভিনরাজ্যে মৃত মুর্শিদাবাদের পরিযায়ী, খুনের অভিযোগ পরিবারের

0
96

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

workers family | newsfront.co
সুখতারা বিবি, মৃতের স্ত্রী ৷ নিজস্ব চিত্র

কলকাতায় কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরে রহস্যজনকভাবে মৃত শ্রমিকের দেহ রবিবার এসে পৌঁছালো গ্রামের বাড়ি ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানিতলা থানার দেবাইপুর এলাকায়। মৃত শ্রমিকের নাম কামাল শেখ।এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের তরফে ওই শ্রমিককে স্থানীয় ঠিকাদার সংস্থার পক্ষ থেকে কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্য উড়িষ্যায় নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠছে।

father of death worker | newsfront.co
শেরমান শেখ, মৃতের বাবা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ উপহার ফেরালো প্রেমিকা, অভিমানে আত্মঘাতী যুবক

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সপ্তাহ দুয়েক আগে কামালকে এলাকার এক লেবার কন্ডাক্টর হাসিম উদ্দিন শেখ কলকাতায় কাজ দেওয়ার নাম করে নিয়ে যায় উড়িষ্যায়। সেখানে সপ্তাহ খানেক কাজ করার পরে উড়িষ্যার বেগুন ডিহি বালি চন্দ্রপুর এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় পা কাটা এবং হাত পিছমোড়া করে বাঁধা কামালের দেহ উদ্ধার করা হয়।

সেখানে দেহ উদ্ধারের পরে পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্ত সম্পন্ন হয়৷ এই দিন দেবাইপুর গ্রামের বাড়িতে কামালের দেহ ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী সুখ তারা বিবি। মৃতের পরিবার কামালের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here