ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ায়

0
53

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

শনিবার সকাল থেকে ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পুয়াবাগান এলাকায়।তৃতীয় শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভের মাঝেই তদন্তে নামলো পুলিশ।

নিজস্ব চিত্র

শনিবার সকালে জেলা পুলিশের তদন্তকারী একটি দল বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগানের একটি নামী বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলটিতে যান।

দূর্বাদল মণ্ডল,অভিভাবক।নিজস্ব চিত্র

ঐ দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি শ্রেণীকক্ষ গুলি ঘুরে দেখা ও স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন তারা।

গত ২৩ জুলাই বাঁকুড়ার পুয়াবাগানের একটি নামী বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্র রুপম পাল ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে।

head master | newsfront.co
তপন কুমার পতি,প্রধান শিক্ষক।নিজস্ব চিত্র

স্কুলের তরফে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।সেখানকার চিকিৎসকরা ‘মাতৃমা’য় রেখে চিকিৎসা শুরু করেন।

খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।নিজস্ব চিত্র

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয় ঐ ছাত্রের।মৃতের পরিবারের তরফে তার এক সহপাঠি ও পরে এক শিক্ষিকার মারেই ঐ ছাত্র অসুস্থ হয়ে পড়ে বলে দাবী করা হয়।

একই সঙ্গে ঐ দিনই মৃত ছাত্রের পরিবারের তরফে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও স্কুল কর্তৃপক্ষ প্রথম থেকেই মৃতের পরিবারের দাবী মানতে নারাজ।

নিজস্ব চিত্র

এদিন সকালে পুলিশের তদন্ত শুরুর ঘটনায় আশার আলো দেখছেন মৃত ছাত্রের পরিবার পরিজন থেকে অন্যান্য অভিভাবকরা।অনেক সময় কোন ছাত্র অসুস্থ হলে শিক্ষকদের জানাতে ভয় পায়, কিন্তু সংশ্লিষ্ট ছাত্রটির অসুস্থতা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করলে তাকে আজ হারাতে হত না।

আরও পড়ুনঃ প্রাতঃক্রিয়ায় বেরিয়ে হাতির হানায় মৃত্যু চা বাগান শ্রমিকের

এতো নামী ও বড় স্কুলে যথেষ্ট নিরাপত্তার অভাব রয়েছে দাবী করে তারা বলেন, পর্যাপ্ত পানীয় জল ও বসার বেঞ্চের অভাব রয়েছে। এমনকি স্কুল কর্তৃপক্ষকে বারবার অভিভাবকদের নিয়ে আলোচনা করার কথা বললেও তারা তা করেননি বলে তারা দাবী করেন।

বেসরকারী ঐ ইংরেজী মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার পতি ছাত্র মৃত্যু ঘটনার প্রকৃত সত্য উঠে আসুক তিনিও চান দাবী করে বলেন, বিষয়টি এখন পুলিশ তদন্ত করে দেখছে। সেকারণে এবিষয়ে তিনি কোন মন্তব্য করবেননা।

তবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক অভিভাবকদের ‘উদাসীনতা’র অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পাওয়ার পনের মিনিটের মধ্যে ঐ ছাত্রকে হাসপাতালে পাঠানো হয়েছে ও তার আগেই বিষয়টি তার অভিভাবকদের জানানো হয়েছে।

তদন্তকারী পুলিশ আধিকারিকদের সঙ্গে স্কুল কর্ত্তৃপক্ষ সম্পূর্ণ সহযোগীতা করছে বলেও এদিন তিনি দাবী করেন।

এদিন স্কুলে বিক্ষোভের মাঝেই অভিভাবক দূর্বাদল মণ্ডল,নিবেদিতা ঘোষরা ঐ ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।

মৃত ছাত্র রুপম পালের অস্বাভাবিক মৃত্যুতে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।শুক্রবার রাতে এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়া শহর ও রতনপুর গ্রামে মোমবাতি মিছিলে পথ হাঁটেন অসংখ্য মানুষ।ঐ মিছিল থেকে এই ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ওঠে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here