নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ
বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে জঙ্গলে গাছের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার এক সাত বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত পশ্চিম বোগ্রাম এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে জানা গেছে,শুক্রবার বিকেলে ওই শিশুটি বাড়ি থেকে বেরিয়ে যায়। খেলতে গিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করলেও রাত্রি হয়ে গেলেও শিশু বাড়ি না ফেরায় এলাকায় খোঁজ শুরু করে শিশুর পরিবার।কোনও খোঁজ না মেলায় অবশেষে কর্ণজোড়া ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন তাঁরা।এরপর শনিবার সকালে জঙ্গলে এক মহিলা ওই শিশুকে উলঙ্গ অবস্থায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখেন।ঘটনা দেখেই অচৈতন্য হয়ে পড়েন তিনি।এরপর এলাকার বাসিন্দারা এসে শিশুটিকে সনাক্ত করে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদেহের পাশে একটি দশ টাকার নোট ও আধ খাওয়া একটি আপেল উদ্ধার হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান,মনসা পূজা থাকায় তন্ত্র কার্য সিদ্ধ করতে ওই শিশুকে হত্যা করা হতে পারে। পাশাপাশি স্থানীয়দের অনুমান,কোনও অপরাধমূলক কাজ দেখে ফেলার কারণেও ওই শিশুকে হত্যা করা হয়ে থাকতে পারে। দুষ্কৃতিদের দ্রুত গ্রেফতার করে চরমতম শাস্তির দাবি তুলেছেন পশ্চিম বোগ্রামের বাসিন্দারা। তবে পুলিশের প্রাথমিক অনুমান শিশুটিকে টাকা ও আপেলের লোভ দেখিয়ে এই নির্জন জায়গায় এনে খুন করা হতে পারে। শিশুর মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584