সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের মানকরে এক আদিবাসী যুবকের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে । উঠল খুনের অভিযোগ। মানকর কলেজ এর পিছনে যুবকের মৃতদেহ পাওয়া নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম রাজু হাঁসদা (৩১)।
বাড়ি মানকরের লবনধারা গ্রামে। জানা যায়, রাজুর দুই স্ত্রী। বর্তমানে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে থাকত সে। দীর্ঘ ১৫ বছর পর ফের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন হতে শুরু হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাজু ঝাড়ফুঁকের কাজ করত। তবে প্রাথমিক তদন্তে উঠে আসছে হয়তো টাকার ভাগ নিয়ে বচসার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী কুলীন হাঁসদা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। রাজুর মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। এমনকি ফুল হাতা জামার ডান হাতের অংশ কেটে তার গলায় ফাঁস লাগানো হয় যাতে তার মৃত্যু নিশ্চিত হয়।শরীরে জমাট বেঁধে আছে রক্ত, সেই চিহ্নও পাওয়া গেছে। সঙ্গে মৃতদেহের কাছে মাটিতে ধূপ, সিন্দুর পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ এর মতে, ঝাড়ফুঁক করে পাওয়া যে টাকা সেই টাকার ভাগ নিয়ে বচসা হয় এবং সে বচসার জেরেই হয়ত রাজুকে খুন হতে হয়েছে। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি (পূর্ব) অভিষেক মোদী বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এখন আবার প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক এবং এই সম্পর্কের টানাপোড়েন খুনের কারণ কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে পাশাপাশি উঠে আসছে ঝাড়ফুঁকের কাজের টাকার বিষয়টিও।
আরও পড়ুনঃ প্রেমিকের কথায় বিষ খেয়ে আত্মঘাতী হল নাবালিকা প্রেমিকা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584