নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২০২০-কে ‘তারা খসার বছর’ বললে ভুল বলা হবে না। ইরফান, ঋষির ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই সিনেপ্রেমীদের জন্য আরও এক খারাপ খবর এসে হাজির। মাত্র ৩৪ বছর বয়সে জীবন- যৌবনের মায়া ত্যাগ করে চিরবিদায় নিলেন বলিস্টার সুশান্ত সিং রাজপুত।
মৃত্যুটি স্বাভাবিক নয় বলেই রহস্য দানা বাঁধছে প্রতিমুহূর্তে। আত্মহত্যা করেছেন সুশান্ত। কিন্তু কেন? সূত্রের খবর অনুযায়ী দিনকয়েক ধরেই তিনি নকি ভুগছিলেন মানসিক অবসাদে। তার উপরে গত ৮ জুন মালাডের এক ১৪ তলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে মারা যান সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা। ইন্ডাস্ট্রি জানে সুশান্তের খ্যাতির পিছনে দিশার ভূমিকা কম নয়। দিশার সঙ্গে সুশান্তের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। পাশাপাশি রিয়া চক্রবর্তীর সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে একাধিকবার উঠে এসেছে প্রসঙ্গ। তা হলে কি প্রেমই কেড়ে নিল সুশান্তকে? সেখান থেকেই কী মানসিক অবসাদ? প্রশ্ন দানা বাঁধছে প্রতিনিয়ত।
সুশান্তের চলে যাওয়ার আসল কারণ কী তা খতিয়ে দেখা হবে নিশ্চয়ই। রহস্যের উদঘাটনও হবে আশা করা যায়। কিন্তু এই তরুণ নায়কের চলে যাওয়ায় বেশ ক্ষতির মুখে বলিউড তা বলা বাহুল্য৷ সুশান্ত একজন ভাল নৃত্যশিল্পীও ছিলেন।
টেলিভিশন দিয়ে শুরু সুশান্তের কেরিয়ার। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিক দিয়ে শুরু হয় সুশান্তের কেরিয়ার। ‘পবিত্র রিশতা’ তাঁর দ্বিতীয় ধারাবাহিক৷ শুধু অভিনয়ই নয়, ভাল নৃত্যশিল্পী ছিলেন সুশান্ত। পাশাপাশি জনদরদী ছিলেন সুশান্ত। ২০১৩-তে ‘কাই পো ছে!’ ছবির জন্য শ্রেষ্ঠ নবগত বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি। এমনকী শ্রেষ্ঠ নবাগত বিভাগে জি সিনে অ্যাওয়ার্ড-এও মনোনয়ন পান তিনি। ‘শুধ দেশি রোমান্স’, ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘এম.এস ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরি’, ‘রাবতা’, ‘ছিছোড়ে’, ‘কেদারনাথ’, ‘ড্রাইভ’- রয়েছে তাঁর ছবির ঝুলিতে।
আরও পড়ুনঃ সুশান্তের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না ক্রীড়াজগৎ
‘এম.এস ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরি তে ধোনির ভূমিকায় অভিনয় করেন সুশান্ত। এর জন্য ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেতার মনোনয়ন পান তিনি। সুশান্ত নিজের অভিনয়সৌকর্য দিয়ে কাত করেছিলেন তাঁর ফ্যান ফলোয়ারদের। ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’তে সুশান্ত অভিনয় করেছিলেন ব্যোমকেশের চরিত্রে। মাদক পাচার রহস্যের অনুসন্ধান করেছেন তিনি। আর এবার নিজেই তদন্তের রসদ হয়ে চলে গেলেন চিরতরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584